ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজে প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের ম্যূরাল

মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজে প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের ম্যূরাল

মঠবাড়িয়া প্রতিনিধি >
প্রয়াত জাতীয় নেতা,সাবেক গণপরিষদ সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য সর্বজন শ্রদ্ধেয় মহিউদ্দিন আহম্মেদের প্রতিষ্ঠিত মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজে তাঁর স্মরণে একটি ম্যূরাল স্থাপন করা হয়েছে। কলেজের সম্মূখ চত্বরে শিল্পী চঞ্চল কর্মকার এ শিল্পকর্মটি নির্মাণ করেন। জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের ম্যূরালটি খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এটি শিল্পী চঞ্চল কর্মকারের মঠবাড়িয়ায় খ্যাতিমানদের নিয়ে দ্বিতীয় শিল্পকর্ম । এর আগে তিনি শহীদ সওগাতুল আলম সগীরের একটি প্রতিকৃতি(ম্যূরাল) নির্মাণ করেছেন। এ ম্যূরালটি মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের সম্মূখে উন্মোচন করা হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়ার কৃতি শিল্পী চঞ্চল কর্মকার তাঁর সামাজিক সাইট ফেসবুকে এক পোস্টে বলেন, আজকে কিছুটা ভারমুক্ত হলাম।মঠবাড়িয়াকে যে মানুষগুলো সারা বাংলাদেশে তুলে ধরেছিল তাদের মেধায়,মননে,নেতৃত্বে,উন্নয়নে তাদের মধ্যে অন্যতম প্রধান দুজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম মহিউদ্দিন আহমেদ আর আরেকজন শহীদ সওগাতুল আলম সগির। অথচ তাদের মৃত্যুর পরে এই মঠবাড়িয়ার বুকে তাদের কোন স্মৃতিচিহ্ন কিংবা নতুন প্রজন্মকে জানানোর বা চেনানোর জন্য কোন অবয়ব ছিলনা। আজ আছে। আজ তা সম্পন্ন করলাম। সগীর ভাইয়ের প্রতিকৃতি গত বছর নির্মাণ করলাম। আর আজ শেষ করলাম মহিউদ্দিন আহমেদের প্রতিকৃতি ম্যুরালের কাজ। ভারমুক্ত হলাম, অনাগত ভবিষ্যত আমাদেরকে অকৃতজ্ঞ বলবেনা এই কারনে যে আমরা তাদেরকে ভবিষ্যতের কাছে পরিচয় করিয়েছি। তবে কাজটি শেষ করার নেপথ্যে অনেক মানুষের অবদান রয়েছে। বিশেষ করে শাহিন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস, অধ্যক্ষ আজিম উল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , জুলহাস শাহীন এবং সর্বোপরি মহিউদ্দিন আহমেদ ও সওগাতুল আলম সগির ভাইয়ের পরিবারের স্বজনরা।
…………………………………..
ছবি > শিল্পী চঞ্চল কর্মকারের ফেসবুক থেকে নেওয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...