ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - রহমাতুল্লাহর স্বপ্ন শেষ

রহমাতুল্লাহর স্বপ্ন শেষ

দেবদাস মজুমদার >

পরিবারের একমাত্র সন্তান রহমাতুল্লাহ । বৃদ্ধ বাবা আশরাফ আলী সরদার আর মা হাসিনা বেগমের একমাত্র অবলম্বন। অতি দরিদ্র পরিবারের রহমত লেখা পড়ায় ভালই ছিল। টানাটানির সংসারে রহমত অনার্সে লেখা পড়া করছিল। স্বপ্ন ছিল লেখাপড়া শেষে একটা চাকুরি । তারপর বৃদ্ধ বাবা ও মায়ের অভাবের সংসারের হাল ধরা। কষ্টের সংসারে লেখা পড়ার পাশপাশি রহমত শ্রমিকের কাজও করছিল। পরিবারে একটু আয় বৃদ্ধির জন্য তাকে নানা কাজে নামতে হয়েছে। মেধাবি রহমত সম্প্রতি বিদেশী একটি কোম্পানীর বিদ্যুত সম্প্রসারণ প্রকল্পে শ্রমিকের কাজ নেয় । সেখানে একট কৈদ্যুতিক টাওয়ারে রহমতসহ আরও দুই শ্রমিক কাজ করছিল। দুর্ভাগ্য সেই টাওয়ারে তড়িতাহত হয়ে ওই তিন শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় টানা পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে রহমত । শেষ রক্ষা হয়না সোমবার সকালে রহমতের প্রাণ প্রদীপ নিভে যায়। তারপর লাশ হয়ে বাড়ি ফেরে হতভাগ্য রহমত।এভাবেই অসহায় বৃদ্ধ বাব আশরাফ আর মা হাসিনার একমাত্র অবলম্বনকে নিয়ে স্বপ্ন শেষ হয়ে যায়।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়নের হোগল গ্রামের বৃদ্ধ দম্পতি আশরাফ আলী সরদার ও হাসিনা বেগমের কলেজপড়–য়া একমাত্র সন্তান মো.রহমাতুল্লাহ (২৩) গত ৩ আগস্ট কুষ্টিয়ার ভেড়ামারায় এনার্জিপ্যাক বিদ্যুত (পাওয়ার) সম্প্রসারণ প্রকল্পের লাইনে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতে গিয়ে আহত হন। ঈদের পর সে কাজে যোগ দিয়ে সেখানে টানা একমাস কাজ করছিল।
সেখানে বৈদ্যুতিক টাওয়ার থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সোমবার ঢাকায় মহাখালীতে ঢাকা মেট্রোপটিান হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আজ মঙ্গলবার ভোরে নিহত কলেজ ছাত্রের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় কাউখালীর হোগলা গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের শোকার্ত স্বজনরা কান্না ভেঙ্গে পড়েন। মা হাসিনা বেগম একমাত্র ছেলের এমন মৃত্যুতে বিলাপ করতে করতে মুর্ছা যাচ্ছেন। রহমাতুল্লাহর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত গ্রামবাসি বাড়িতে ভীড় করেন।
সোমবার আঞ্জুমানে মফিদুল ইসলামের উদ্যোগে মুগদাপাড়ায় প্রথম জানাজা ও আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হোগলা গ্রামের বাড়িতে দ্বিতীয়দফা জানাজা শেষে নিহত কলেজ ছাত্রের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

নিহত কলেজ ছাত্র রহমাতুল্লাহর বৃদ্ধ বাবা আশরাফ আলী সরদার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, একটা মাত্র পোলা। হে মাবুদ তুমি হেরেও অকালে নিয়া গেলা। অহন আমরা কারে নিয়া বাঁচমু। আমাগোরে কে দেখবে।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সমাজসেবক আব্দুল লতিফ খসরু জানান, অভাবের সংসারে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে লেখাপড়ার পাশপাশি পেটের তাগিদে গিয়েছিলেন ঢাকা শহরে কাজের সন্ধানে। নিয়তির নির্মম পরিহাস এনার্জি প্যাক বিদ্যুৎ (পাওয়ার) কোম্পানিতে কাজ করতে গিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় টাওয়ার তৈরি করতে গিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হয়। মেধাবী রহমত পিরোজপুর সোহরাওয়ার্দী সরকারি কলেজে ইংরেজী বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। সম্প্রতি সে বিয়ে করে। স্ত্রী জায়েদা আক্তার লিজা কাউখালী মহাবিদ্যালয়ে বি.এ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। বাবা আশরাফ আলী গ্রাম গঞ্জে মাটির হাড়ি-পাতিল ফেরি করে সংসার চালান। একামাত্র সন্তান হারিয়ে মা-বাবা নির্বাক তাদের আহাজারিতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ মনু জানান, রহমাতুল্লাহ পরিবারের একমাত্র সন্তান । সে মেধাবী ও কর্মঠ ছিল। অভাবী পরিবারের সন্তান রহমত পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ইংরেজিতে অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন নানাকাজ করে পরিবারের আয় বৃদ্ধি করছিল। দরিদ্র একটি পরিবারের মেধাবী একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে পরিবারে বৃদ্ধ বাবা ও মাকে দেখার আর কেউ রইল না। ঘটনাটি খুব বেদনাদায়ক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...