ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - জেলের ঘরে আলো …..

জেলের ঘরে আলো …..

দেবদাস মজুমদার > জেলে পরিবারের সন্তান মাছধরা ও জালের সঙ্গেই বেড়ে ওঠে। দারিদ্রক্লিষ্ট জীবনে জেলে শিশুরা শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়তে হয়। কিন্তু জেলের মেয়ে মঞ্জিলার বেলায় ঘটেছে ব্যাতিক্রম। মঞ্জিলা পড়া শুনায় মনোযোগি। অভাবের সংসারে তিনবেলা দুমুঠো ভাত জোটেনা। জেলে বাবা মায়ের নদীতে মাছ ধরা না হলে তো উপোষ। সেখানে বিদ্যুতের আলো তো দুরের কথা কুপর আলোর কেরোসিনও ফুরিয়ে যায়। বর্ষার জলে ওদের খেড়ের খুপড়ি ঘরে জলের দুর্ভোগ চলে। নূন আনতে পান্তা ফুরানোর সংসারে অনেকটা লড়াই করেই লেখা চালাতে হয়েছে মঞ্জিলাকে। কখনও সকালে আধা পান্তাভাত খেয়ে আবার কখনও না খেয়েই স্কুলে যেতে হতো হতদরিদ্র মঞ্জিলাকে। স্কুলে তবু তার গড় হাজিরা নেই। এমন বিপন্ন জীবনে এবার এস.এস,সি পরীক্ষায় মঞ্জিলা আক্তার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দেয়। জেলের মেয়ে মঞ্জিলা এখন এলাকায় বিস্ময় বালিকা। জেরেল ঘরে সম্ভাবনার আলো ছড়িয়ে দিয়েছে অদম্য মেধাবী মঞ্জিলা।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামের দরিদ্র জেলে ইয়াকুব হোসেন ও লাল বানু বেগমের পাঁচ সন্তানের মধ্যে মঞ্জিলা দ্বিতীয় সন্তান। সে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ই.জি.এস শিক্ষানিকেতন স্কুল এন্ড কলেজ হতে এস.এস.সি বিজ্ঞান বিভাগে জি.পি.এ- ৫ অর্জন করে। ।
বিদ্যালয় সূত্রে জানাগেছে, মঞ্জিলার বাবা ও মা দুইজনই সন্ধ্যা নদীতে মাছ ধরে জীবিকা চালান। সাত সদস্যে পরিবারের বাবার পক্ষে কোন সময় চাল কেনার পয়সাও জোগার করা সম্ভব হয়না। জেলে বাবা ও মায়ের পক্ষে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয়। এরই মধ্যে লেখাপড়ারত মঞ্জিলাসহ তিন সন্তানের লেখাপড়ার খরচ চালানো অসম্ভব। এমন অবস্থায় জেলে পরিবারের সন্তানদের শ্রমিক হওয়ার কথা কিন্তু অদম্য মেধাবী মঞ্জিলার বেলায় তা ঘটেনি। শত বাঁধায়ও একদিনের জন্যও স্কুল ফাকি দেয়নি মঞ্জিলা। পড়াশুনায় সে ভিষন মনোযোগী। জেলে পরিবারের মেয়ে মঞ্জিলা জিপিএ-৫ পাওয়ায় স্থানীয় লোকজন তাকে এখন জেলের ঘরের আলো বলে ডাকে। অনেকই মঞ্জিলাকে দেখতে আসছে। পড়াশুনাটা চালিয়ে যাওয়ার জন্য ভরসা দিচ্ছে। কিন্তু কিভাবে সামনে চলবে তা জেলে পরিবারটি জানেনা।
মঞ্জিলার বাবা জেলে ইয়াকুব হোসেন বলেন, মাইয়ার স্কুলের সব খরচ যোগাড় করতে পারি নাই। নদীতে মাছ ধইরা ভাতের জোগান দিয়ে সম্ভব না। স্কুলের শিক্ষকরা মঞ্জিলারে সাহায্য করেছে। ওর এই ফলফলে আমরা শুধু না গ্রামের সব মানুষ খুশী হইছে। মাইয়ার হো পড়া বন্ধ যাতে না হয় সবাই বলছে। কিন্তু কিভাবে চলবে জানিনা।
তিনি জানান, মঞ্জিলার বড় বোন শিরিনের বিবাহ হয়ে গেছে অনেক আগেই। মঞ্জিলার সেজ বোন তাঞ্জিলা উপজেলার ই.জি.এস শিক্ষানিকেতন স্কুল এন্ড কলেজ, রঘুনাথপুর এর নবম শ্রেণির ছাত্রী। ছোট বোন সাদিয়া উপজেলার ধাবড়ী বান্নাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। বড় ভাই আলীম কাউখালী মহাবিদ্যালয়ে বি.এ অধ্যয়নরত । বড় ভাই পড়াশুনার ফাঁকে ভাড়ায় মটর সাইকেল চালিয়ে সংসারে বাড়তি অর্থ জোগায়। ৫ সন্তানই পড়াশুনায় মনোযোগী হওয়ায় জেলে ইয়াকুব হোসেন গ্রামের খালে বিলে ও সন্ধ্যা নদীতে জাল টেনে ( হাতে টানা মইয়া জাল) মাছ ধরে। মা লাল বানু অন্যের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে।
মা লাল বানু বলেন, পোলা মাইয়ারে কখনো ভালো খাবার ও জামা কাপড় দিতে পারি নাই। তবে লেখা পড়ায় সাহ দিয়েছি। ওরা শুনেছে । আমার মঞ্জিলা নিশ্চয়ই একদিন আরও লেখা পড়া করে ডাক্তার হবে। আমাদের অভাব মোচন হবে। সবাই দোয়া করবেন।
মঞ্জিলাও লেখাপড়া করে চিকিৎসক হতে চায়। মায়ের জেলে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়।
মঞ্জিলা বলেন, বাবা মায়ের কষ্ট দুর করতে চাই। তাঁদের কষ্টেই লেখা পড়া চলছে। স্কুলেল স্যারেরাও খুব সহযোগিতা করেছে। ভবিষ্যতে লেখা পড়া করে ভাল চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে।
কাউখালীর শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু বলেন, কোন অভাব অনটনই অদম্যদের দমাতে পারেনা। তার উজ্জল দৃষ্টান্ত জেলে পরিবারের মঞ্জিলা। সে আমাদের বিস্ময় বালিকা।
মঞ্জিলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্ত্তী জানান, মঞ্জিলা অভাবের সঙ্গেই লড়ে লেখা পড়া চালিয়েছে। স্কুলে তবু গড় হাজিরা নেই। মেধাবী মেয়েটি আমাদের বিস্মিত করেছে। আমরা ওর সুন্দর ভবিষ্যত কামনা করছি।
তিনি জানান,মঞ্জিলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার ধাবড়ী বান্নাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে “এ” গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এপর জে.এস.সি পরীক্ষায় “এ+” পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

’মঞ্জিলার পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনু
জেলের সন্তান মঞ্জিলার এসএসসি পরীক্ষায় এমন সাফল্যে শুভেচ্ছা জানাতে আজ রবিবার দুপুরে মঞ্জিলার বাড়িতে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া মনু। তিনি মঞ্জিলার হাতে ফুল, কিছু উপহার সামগ্রী তুৃলে দেন। এসময় চেয়ারম্যান আবু সাইদ মনু মঞ্জিলার এ্ইচএসসি লেখাপড়ার পুরো দায়িত্বভার গ্রহণ করেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) ঈগলের নির্বাচনী সভা শেষে ভুরিভোজের আয়োজন পণ্ড : ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

🔴 মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের ...