ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীর সন্ধ্যার বুকে পাল তোলা তরী

কাউখালীর সন্ধ্যার বুকে পাল তোলা তরী

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী থেকে : মন মাঝি তোর বৈঠা নেরে আমি বাইতে পারলাম না। তাই পালতোলা নৌকায় দূরন্ত ছুটে চলা। একি অপরূপ রুপে মা তোমার পল্লী মায়ের জননী। বর্তমান ডিজিটাল যুগে যান্ত্রিক নৌ চলাচলের ফলে হারিয়ে যেতে বসেছে রুপসী বাংলার নানা রঙের পাল তোলা নৌকার মনোরম দৃশ্য।

আজ বৃহস্পতিবার চৈত্রের ভর দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলার সোনাকুর যাওয়ার পথে পাল তোলা নৌকার আপরূপ দৃশ্য। উপজেলার তথ্য কেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা ছবি প্রিয় আঃ লতিফ খসরু বলেন, আজ ফিরে গেলাম শৈশবে সন্ধ্যা নদীর কলতানে ছুটে চলা পাল তোলা নৌকা আমাদের মনে করিয়ে দেয় শৈশবের অনেক স্মৃতি। মানুষের বর্তমান এই যান্ত্রিক জীবনে কেউ মনেও করেনা সেই পুরোনো সাদামাটা দিনের কথা।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...