ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অপহরনের চার ঘন্টা পর মাদ্রাসা ছাত্র উদ্ধার, আটক ১

অপহরনের চার ঘন্টা পর মাদ্রাসা ছাত্র উদ্ধার, আটক ১

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগরে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের ৪ ঘন্টা পর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, মঙ্গলবার জিয়ানগর উপজেলার বালিপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে অপহরনকারীরা জিয়ানগর থানার ওসির বরাত দিয়ে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। অপহরনকারি কাইয়ূম ও মহিম মামুনকে অচেতন করে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুলেরহাট বাজার ও পরে বৌলপুর নিয়ে আটকে রাখে। জ্ঞান ফিরে পেয়ে মামুন তার মোবাইলের মাধ্যেমে পরিবারের সাথে যোগাযোগ করে অপহরনের কথা তার বাবা, মা ও ভাইকে জানায়।

এদিকে অপহরনকারীরা মোবাইল ফোনে মামুনের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করলে মামুনের বড় ভাই সঙ্গে সঙ্গে আট হাজার টাকা বিকাশের মাধ্যেমে পাঠিয়ে দিয়ে ইন্দুরকানী থানায় বিষয়টি জানায়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মোবাইল ট্রাকিংএর মাধ্যেমে বিকাশ সেন্টারে ওৎ পেতে থেকে অপহরনকারী মহিম ফকিরকে (২৫) হাতে-নাতে আটক করে। মাহিমের স্বীকারোক্তি অনুযায়ী মোড়েলগঞ্জের বৌলপুর থেকে পুলিশ মামুনকে উদ্ধার করে। এ সময় অপর অপহরনকারী কাইয়ুম ফকির পালিয়ে যায়। ইন্দুরকারী (জিয়ানগর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক সাংবাদিকদের জানান, অপর অপহরনকারী কাইয়ুম ফকিরকে এরিপোর্ট লেথা পর্যন্ত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...