ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

ভান্ডরিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই মাস ব্যাপি লাইফ স্কীল প্রশিক্ষণ (জীবন দক্ষতা)শেষে পুরস্কার বিতরণ করা হয়। বে সরকারি সংস্থ্যা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া উপজেলা শাখার চাইল সেইফটিনেট প্রজেক্টের আওতায় গত ৩ফেব্র“য়ারী থেকে শুরু হয়ে ২৪মার্চ শেষ হয়। দুই মাস ব্যাপি এ প্রশিক্ষণে ৪০জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ঐশী ও নুসরাত জাহান রিপা।

সংস্থ্যাটির আয়জনে আজ সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ’ত্তর এক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু। চাইল সেইফটিনেট প্রজেক্টের প্রকল্প ম্যানেজার তাপষ কুমার দাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক মাওলানা ইউনুস , আবুয়াল হোসেন, নিমাই চাঁদ হাওলাদার, সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, সংস্থার মো. মিজানুর রহমান, তৃষ্মা রানী এদবর, শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ঐশী ও নুসরাত জাহান রিপা প্রমূখ। পরে সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার হিসেবে টিফিন বক্স বিতরণ করেন প্রধান অতিথি।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...