ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - স্বরূপকাঠীতে ৪ দিন ব্যাপি কৃষি মেলা শুরু

স্বরূপকাঠীতে ৪ দিন ব্যাপি কৃষি মেলা শুরু

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী প্রতিনিধি : পিরোজপুর- বাগেরহাট-গোপালগঞ্জ সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আয়োজনে পিরোজপুরের স্বরূপকাঠীতে আজ রোববার শুরু হল চার দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন পিরোজপুর-বাগেরহাট-গোপালগঞ্জ সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন। আইপিএম, জৈব কীটনাশক ব্যবহার, ভাসমান বীজ তলা তৈরিকরনসহ মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উপস্থাপনা করা হয়।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার, পিরোজপুর- বাগেরহাট-গোপালগন্জ সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন উপ-পরিচালক আব্লু হোসেন মিঞা, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার। এছাড়াও উপজেলার সকল উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ এবং সকল শ্রেণির কৃষকেরা উপস্থিত ছিলেন।

আলোচন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুগদার। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম রুহুল আমিন (পিরোজপুর- বাগেরহাট-গোপালগঞ্জ সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক) বিশেষ অতিথী আব্লু হোসেন মিঞা (উপ-পরিচালক পিরোজপুর)।

নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিফাত সিকদার অনুষ্ঠানের প্রথম বক্তার বক্তব্যে বলেন ” সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প এরে ফলে বিভিন্ন উন্নত ফলের চাষ সম্ভব হয়েছে। বিশেষ করে মাল্টা চাষ ।
সভাপতি আবুল কালাম তালুগদার (উপজেলা নির্বাহী অফিসার) তিনি তার বক্তব্যে বলেন “কৃষকদের হাতে কলমে প্রশিক্ষন দিতে হবে।ৎতাদের উন্নত চাষাবাদ প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। তিনি কৃষকদের মাঠে বিষাক্ত কীটনাশক প্রোয়গ না করার জন্য অনুরোধ করেন এবং জৈব বালাই নাশক ব্যাবহারের পরার্মশ দেন।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...