ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার মহান শিক্ষাগুরু সাধু স্যারের জীবনাবসান

মঠবাড়িয়ার মহান শিক্ষাগুরু সাধু স্যারের জীবনাবসান

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের মঠবাড়িয়ার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চাঁদ ঠাকুর আজ বৃহস্পতিবার ভোরে কলাপাড়ার মহিপুর থানার মনোহরপুর গ্রামে নিজ বাড়িতে ১২২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি মঠবাড়িয়ায়র সানকিভাঙা গ্রামে মাতুলায়ে থেকে শিক্ষা জীবন শেষে মঠবাড়িয়ার মডেল প্রাথমকি বিদ্যালয়ে যোগ দেন।
তিনি অতি সজ্জন, গুণি আর নিরহংকারী মানুষ ছিলেন ।
মঠবাড়িয়া জনপদে তিনি আজও প্রিয় সাধু স্যার নামে পরিচিত। আপদমস্তক এক বিস্ময়কর শুভজন এই গুণি মানুষ। ব্যাক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
শিক্ষকতায় অবসর নিয়ে তিনি টানা দশ বছর পিরোজপুরের চিলা আশ্রমে কাটান। পড়ে তিনি নিজ বাড়ি পটুয়ায়ালীর কলাপাড়ার মহিপুর থানার পূর্ব মনোহরপুর গ্রামে হরি ঠাকুর সেবাশ্রম নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মানব সেবায় নিজেকে ব্রতী করেন। সেখানে তাঁর ১২২ বছরের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটে।
মঠবাড়িয়া জনপদে তাঁর জীবনের বর্ণিল ও বর্ণাঢ্য সময় কেটেছে। সাধু স্যারের ছাত্র হিসেবে আমরা আজও গর্ববোধ করি। তিনি ছিলেন শিক্ষা ও মানবতায় অনন্য এক বাতিঘর। মহান শিক্ষাগুরু সাধু স্যারের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

বর্ণিল ও বর্ণাঢ্য এ গুণি শিক্ষাগুরুর মহাপ্রয়াণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে তাঁর আত্মার সদগতি কামনা করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...