ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - জঙ্গী বোমা হামলায় নিহত পাথরঘাটার বিচারক জগন্নাথ পাঁড়ের ১৪ তম প্রয়াণ দিবস আজ

জঙ্গী বোমা হামলায় নিহত পাথরঘাটার বিচারক জগন্নাথ পাঁড়ের ১৪ তম প্রয়াণ দিবস আজ

মির্জা খালেদ পাথরঘাটা >>
জঙ্গি বোমা হামলায় নিহত ঝালকাঠির সাবেক বিচারক জগন্নাথ পাঁড়ের আজ (১৪ নভেম্বর) ১৪তম মৃত্যু দিবস। বিচারক জগন্নাথ পড়ের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে। প্রয়াত বিচারকের স্মরনে আজ বিভিন্ন অনুষ্ঠান ও স্মরন সভা আয়োজন করা হয়েছে।
ঝালকাঠি জেলা জজ কোর্টের সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাড়েঁর আজ বুধবার (১৪.১১.২০১৮) প্রয়ান দিবস। এই দিনে তিনি সহ বিচারক সোহেল আহম্মদ বাসা থেকে কোর্টে যাওয়ার প্রাক্কালে পরিকল্পিত ভাবে জেএমবি‘র নিয়োজিত জংঙ্গিরা বোমা নিক্ষেপ করে হত্যা করে।
মৃত্যু কালে সে ২ বছর বয়সের এক পূত্র, স্ত্রী, বাবা, মা ও ভাইবোন রেখে যান। পূত্র শোকে তাঁর বাবা নারায়ন পাঁেড় ২০১০ সালে মারা যান।
আজ বিদেহী আত্মার স্মরনে পাথরঘাটায় তার গ্রামে ধর্মীয় অনুষ্ঠান,কাঙ্গালী ভোজ ও ঢাকায় একটি স্মরন সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে জগন্নাথ পাড়েঁর মা ভাই ,স্ত্রী এবং একমাত্র সন্তান শ্রেষ্ট পাড়েঁ কে নিমন্ত্রন জানান হলে তারা ঢাকায় পৌছেছে বলে জগন্নাথ পাঁেড়র ভাই গোবিন্দ মোহন পাঁেড় কালেরকন্ঠককে নিশ্চিত করেছেন। ঝালকাঠি ও বরিশালে পুস্পস্তবক প্রদান এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বরিশাল জজশীপ থেকে জানান হয়েছে।
উল্লেখ্য বিচারক জগন্নাথ পাড়েঁ জঙ্গিদের বোমা হামলায় মারা যাওয়ার পর ২০০৫ সালের ২৯ মে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত অপরাধীদের ফাসিঁর আদেশ দেয় । অপরাধী জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই,আতাউরহমান সানি,আবদুল অউয়াল,ঘাতক মামুন এর ফাসিঁর আদেশ ২০০৭ সালের ২৯ মার্চ কার্যকর করা হয়।#

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...