ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার বিশিষ্ট তবলা বাদক ওস্তাদ ধলু মজুমদার পরলোকে

মঠবাড়িয়ার বিশিষ্ট তবলা বাদক ওস্তাদ ধলু মজুমদার পরলোকে

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর নিবাসী মৃত ক্ষিরোদ মজুমদারের ছেলে বিশিষ্ট তবলা বাদক ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখার প্রতিষ্ঠা লগ্ন ও আজীবন সদস্য ও শ্রীগুরু সংঘের প্রবীণ গুরুভ্রাতা অধীর মজুমদার (ধলু) (৮৫) বার্ধক্যজনিত কারনে সোমবার দিবাগত রাতে পরলোক গমন করেন।

তিনি দীর্ঘদিন শারীরীক অসুস্থ্যতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শ্মশান ঘাটে তার আত্মার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

প্রয়াত ধলু মজুমদার মঠবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে ওস্তাদ হিসেবে পরিচিত। যার হাতের যাদুতে ঢোল, খোল, তবলা বাজতো সাংস্কৃতিক ষনুষ্ঠান,বৈঠকি গান, কীর্ত্তণ আর ঘরোয়া অনুষ্ঠানে । শত শত তবলা বাদক সৃষ্টি হয়েছে যার শিক্ষা গ্রহণ করে । শিক্ষা গুরু হিসেবে যার যথেষ্ট মর্যদা রয়েছে আমাদের মঠবাড়িয়া অঞ্চলে । সবার কাছে ওস্তাদ নামে যার সম্মান সর্বত্র । উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখার তিনি আজীবন সদস্য ছিলেন।

এ গুণি শিল্পীর মৃত্যুতে মঠবাড়িয়া উদীচী শিল্পী গোষ্ঠী গভীর শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে মঠবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছাঁয়া নেমে এসেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...