ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার ঝাঁটিবুনীয়া গ্রামের শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন আর নেই

মঠবাড়িয়ার ঝাঁটিবুনীয়া গ্রামের শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন আর নেই

আরাফাত খান >>
পিরোজপুরের সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ ও মঠবাড়িয়ার ঝাঁটিবুনীয়া গ্রামের অধ্যাপক জয়নুল আবেদীন (৭৭) আজ রবিবার সকাল ৬.২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নাল্লিহি…..রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ঝাঁটিবুনিয়া গ্রামের প্রয়াত আব্দুল হাফিজ হাওলাদারের ছেলে শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন বরিশালস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি পটুয়াখালী সরকারী কলেজেও দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।
তাঁর মৃত্যুতে বরিশালস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ঢাকাস্থ সামাজিক সংগঠন রেঁনেসা পরিবার ও শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদের পক্ষ হতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও প্রয়াতর আত্মার শান্তি কামনা করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...