ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - প্রয়াত রেবেকা মহিউদ্দিন মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে শায়িত

প্রয়াত রেবেকা মহিউদ্দিন মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে শায়িত

 

দেবদাস মজুমদার >>

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহম্মেদ সাজ্জাদুল আলম ববির মা ষাট দশকের নারী জাগরণের সংগঠন জাতীয় মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত রেবেকা মহিউদ্দিন (৭৮) এর নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর দুপুর দেড়টায় ঢাকার ধানমন্ডি তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাজায় মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক মো. নাজমুল আহসান পাপনসহ ক্রিকেট সংগঠক ও জাতীয় টীমের খেলোয়ার, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও মহিউদ্দিন স্মৃতি সংসদের সম্প্রচার সম্পাদক আনছার উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, আওয়ামীলীগ নেতা ও নূরজাহান খলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়া কল্যাণ সমিতি, ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি, মহিউদ্দিন স্মৃতি সংসদ নেতারা, ঢাকায় বসবাসরত মঠবাড়িয়াবাসী, প্রয়াত রেবেকা মহিউদ্দিনের সন্তান, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে প্রয়াত রেবেকা মহিউদ্দিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পরে বিকেলে প্রয়াত রেবেকা মহিউদ্দিনের মরদেহ মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্বামী জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের কবরের পাশে দাফন করা হয়। এসময় দোয়া মোনাজাতে প্রয়াত রেবেকা মহিউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রসঙ্গত প্রয়াগ বেকো মহিউদ্দিন সোমবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে সিংগাপুরে তিনি চিকিৎসাধিন ছিলেন। সম্প্রতি সিংগাপুর থেকে ঢাকায় ফিরে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ষাটের দশকের নারী জাগরণের সংগঠন জাতীয় মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেবেকা মহিউদ্দিন নারী জাগরণে বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ চলাকালিন উপকূেেল মুক্তিযোদ্ধাদেও আশ্রয় ও সহায়তা করেছেন।
মহিউদ্দিন স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সম্প্রচার সম্পাদক আনছার উদ্দিন আহম্মেদ জানান, আগামী শুক্রবার বাদ আছর প্রয়াত রেবেকা মহিউদ্দিনের ঢাকাস্থ ধানমন্ডির বাসভবনে কুলখানী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রয়াতর পরিবারের শোকাহত স্বজনরা আত্মীয় স্বজন, ঢাকায় বসবাসরত মঠবাড়িয়াবাসি ও সকল শুভানুধ্যায়িদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...