ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া উপজেলা পরিষদে নারী সংরক্ষিত-৪ আসনে মমতাজ নির্বাচিত

মঠবাড়িয়া উপজেলা পরিষদে নারী সংরক্ষিত-৪ আসনে মমতাজ নির্বাচিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সংরক্ষিত- ৪ আসনের নির্বাচনে আমড়াগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য মমতাজ বেগম ৩৫ ভোটের মধ্যে ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উপজেলা পরিষদের সংরক্ষিত ৪টি আসন থাকলেও ধানীসাফা, তুষখালী ও মিরুখালী ইউনিয়ন নিয়ে ১ নং আসন এবং আমগাছিয়া, সাপলেজা ও গুলিসাখালী ইউনিয়ন নিয়ে ৪নং আসনের নির্বাচনের তফসিল ঘোষনা হয়। ১ আসনে বিনা প্রতিদ্বন্ধীতায় ধানীসাফা ইউনিয়নের ইউপি সদস্য হাসিনা বেগম বিজয়ী হন।

অপর দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রিজাইডিং ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান সোমবার সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ৪ আসনের ভোট গ্রহণ করেন। এতে ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও ইউপি সদস্য ৩৬ নারী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে স্টিকার লাগিয়ে চিহ্নিত করায় প্রিজাইডিং অফিসার ৫টি ভোটে বাতিল করেন।
এ সময় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...