ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজি জাতীয় পার্টিতে আজ আনুষ্ঠানিক যোগ দিচ্ছেন

মঠবাড়িয়ার স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজি জাতীয় পার্টিতে আজ আনুষ্ঠানিক যোগ দিচ্ছেন

বিশেষ প্রতিনিধি➡️
সকল জল্পনা কল্পনার অসান ঘটিয়ে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী অবশেষে আজ শনিবার( ২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জাতীয় পাটিতে(এরশাদ) যোগ দিচ্ছেন। তাঁর একান্ত ঘনিষ্ঠজন ও নিকট আত্মীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ১০টায় এমপি ডা. ফরাজি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেবেন। এরশাদের প্রেসিডেন্ট পার্ক ভবনে নিজস্ব কার্যালয়ে ডা. ফরাজির যোগদান অনুষ্ঠিত হবে।
১৯৯৬ সালে জাতীয় পার্টির টিকিকে তিনি মঠবাড়িয়ার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি, এরপর স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবার তিনি ফিরছেন এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে। ফলে আগামী সংসদ নির্বাচনে মঠবাড়িয়া আসনে ডা. রুস্তম আলী ফরাজি ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমপি ফরাজীর যোগদান উপলক্ষে পার্টির চেয়ারম্যান কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে স্বতন্ত্র এ সংসদ সদস্যকে বরণ করে নেবেন।
প্রসঙ্গত ডা. রুস্তম আলী ফরাজি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। ২০০১ সালে তিনি বিএনপি থেকে নির্বাচন করে পিরোজপুর-৩ এ সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় বিএনপির সঙ্গে দ্বন্দ্ব ও বিরোধের জের ধরে ফরাজী এক পর্যায়ে বিএনপিতে কোণঠাসা হয়ে পড়েন। তিনি সংস্কারপন্থী নেতা হিসেবেও বিতর্কিত হন দলে, ফলে ওই সময় তিনি বিএনপির মনোনয়ন লাভে ব্যার্থ হন।

১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সাবেক ডেপুটি লিডার জাতীয় নেতা মহিউদ্দীন আহমেদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি পিরোজপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদা সওগাতকে পরাজিত করেন। ২০০৯ সালের বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন ডা. রুস্তম আলী ফরাজী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। বিএনপির মূল প্রার্থী তৃতীয় স্থান অধিকার করেন।

২০১৪ সালের নির্বাচনে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ার হোসেনকে পরাজিত করেন।
সম্প্রতি তিনি আওয়ামীলীগে যোগ দিচ্ছেন এলাকায় এমন গুঞ্জন ওঠে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনারে সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত তিনি সকল আলোচনার অবসান ঘটাতে অবশেষে এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে ফিরছেন আজ শনিবার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...