ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া তাজিনুর আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার ওই স্কুল ছাত্রীর বসতঘর হতে তার লাশ উদ্ধার করা হয়। সংসারে অভাবের যাতনায় শিশুটির লেখাপড়া বন্ধ হয়ে গেলে সে মানসিক কষ্টে আত্মহত্যা কষ্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নিহত শিশ তাজিনুর মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার মৃত সৈয়দ আলী হাওলাদারের মেয়ে। শিশুটি পৌরশহরের থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে লেখা পড়া করছিল।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বাসিন্দা দরিদ্র সৈয়দ আলী হাওলাদার ফুটপাতে পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত একবছর আগে সে অসুখে ভুগে মারা গেলে পরিবারটি অসহায় হয়ে পড়ে। শিশু সংসারের এমন দুরাবস্থার মধ্যে তাজিনুরকে স্কুলের লেখা পড়া বন্ধ হয়ে যায়। সে বিধাব মা তাছলিমা বেগম(৩০) এর সাথে শহরের বাসাবাড়িতে ঝিয়ের কাজে যেতে বাধ্য হয়। লেখাপড়া ছেড়ে তাজিনুরকে ঝিয়ের কাজে যাওয়া নিয়ে সে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার দুপুওে কসতঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়। গুরুতর অবস্থায় পরিবার ও প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল হতে শিশুটির লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় বসতঘর হতে তাজিনুরের লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার কওে ময়না তদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানার এসআই জালাল হোসেন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...