ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেনের গ্রামের বাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম ঝাটিবুনিয়ায় শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে তার (নূর হোসেন) চাচা আলহাজ্ব কারী আবদুল হাকিমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাপলেজা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় যুবলীগ সভাপতি মো. মিরাজ মিয়া, কে, এম লতীফ ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা নুরুল আমিন রাসেল, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, জামাল এইচ আকন, শামসুদ্দোহা প্রিন্স, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সওগাতুল আলম সুমন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ প্রমূখ। শহীদ নূর হোসেনের স্মরণে আলোচনা শেষে দোয়া ও মাহাফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন ও জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের যৌথ উদ্যোগে মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগার সভাকক্ষে নূর হোসেন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি! সাইকেল সহ চোর আটক

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত¡র থেকে এক ...