ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - চলে গেলেন মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজি

চলে গেলেন মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজি

মঠবাড়িয়া প্রতিনিধি▶️

পিরোজপুরের মঠবাড়িয়ার উওর মিঠাখালী গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্বা মো. ফজলুল হক ফরাজী (৭০) আজ বুধবার রাত ১২টা২০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি……..রাজিউন)। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা ফজলুল হক উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত মো. শামসুল হক ফরাজীর একমাত্র ছেলে ও মঠবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার লাইলী আক্তারের বাবা।

 

তাঁর নামাজের জানাজা আজ বুধবার অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় উত্তর মিঠাখালী গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

তিনি ১৯৯৯সালে প্রথম ব্রেইন স্ট্রোকএ আক্রান্ত হন। পরে কয়েকদফা স্ট্রোক ও পরবর্তীতে প্যারলাইসিসে আক্রান্ত হন তিনি। র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ফজলুল হক ফরাজীকে একাধিকবার ঢাকার সোহরাওয়ার্দি, পিজি হাসপাতাল, বেসরকারী ইবনেসিনা, এশিয়ান ও খুলনার গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে চিকিৎসা নেন। সর্বশেষ এ মুক্তিযোদ্ধা ঠবাড়িয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজিকে নিয়ে ইতিপূর্বে আজকের মঠবাড়িয়ায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

মঠবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের অর্থকষ্টে সুচিকিৎসা চলছেনা !

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...