ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীতে ভাসমান নৌকায় নদী আঁকল প্রতিবন্ধী শিশুরা

কাউখালীতে ভাসমান নৌকায় নদী আঁকল প্রতিবন্ধী শিশুরা

কাউখালী প্রতিনিধি ↪️

পিরোজপুরের কাউখালীতে ভাসমান নৌকায় ১৫ জন শিশু আমার স্বপ্নের নদী শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু এ ব্যাতিক্রমী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন।
উপজেলার সন্ধ্যা নদীতে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত এ সব শিশুদের নিয়ে শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অংশ গ্রহণকারী শিশুরা সন্ধ্যা নদীতে নৌকায় চড়ে কাঙ্খিত নদী কেমন হওয়া উচিত তা রংতুলিতে ফুটিয়ে তোলে । এইসব শিশুদের বসবাস উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসনে। আবাসনে বসবাসরত চার বাক প্রতিবন্ধির মা মনজিলা ভাসমান নৌকায় সমবেত শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাকপ্রতিবন্ধি শারমিন, দ্বিতীয় স্থান অধিকারী শারীরিক প্রতিবন্ধি আসমা, তৃতীয় স্থান অধিকারকারী বাকপ্রতিবন্ধী জাহিদকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রাহনকারী বাকি সবাইকে শিক্ষা উপকরন, ছড়ার বই সান্তনা পুরস্কার দেওয়া হয়। এসময় শিশুরা হৈ হুল্লোর করে সময় পার করে।
প্রতিযোগিতার আয়োজক প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু বলেন, শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে এ প্রতিযোগিতার মাধ্যমে বঞ্চিত শিশুদের কিছুটা আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...