ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অনার্সের ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জনে কাউখালীর কৃতি মাদ্রাসা শিক্ষার্থী ইবরাহীম খলিলকে সংবর্ধনা

অনার্সের ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জনে কাউখালীর কৃতি মাদ্রাসা শিক্ষার্থী ইবরাহীম খলিলকে সংবর্ধনা

কাউখালী প্রতিনিধি >>
পিরোজপুরের কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন গোল্ডেন এ প্লাসধারী কৃতি ছাত্র মুহাম্মদ ইবরাহীম খলি কে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতি এ শিক্ষার্থী ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার অধীনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়ে সিজিপিএ তে সর্বোচ্চ পয়েন্ট লাভ করে সারা দেশে প্রথম স্থান অধিকার করায় এ সংর্ধনা দেওয় হয়।
আজ শুক্রবার কাউখালী নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আরবি প্রভাষক মাওলানা আবুল হাসান নাছরুল্লাহ,ইংরেজি প্রভাষক জনাব আব্দুল হান্নান, বিপিএড শিক্ষক জনাব ইখতিয়ার উদ্দিন ও দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহা. মোয়াজ্জম হোসাইন সিদ্দীকি প্রমুখ ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থী মুহাম্মদ ইবরাহীম খলি প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীকে ফুল,ক্রেস্ট ও শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়। শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনের জানান, নাঙ্গুলী মাদরাসাটি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জণ করেছে । দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, গুণীজনদের পরামর্শ, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা ও আল্লাহর অশেষ রহমত এ প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি। তিনি আরও জানান, ইবরাহীম খলিল এ মাদরাসা থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি, দাখিল, আলিমে গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কৃতি শিক্ষার্থী ইবরাহীম খলিল এ প্রতিষ্ঠানের একটি মডেল শিক্ষার্থী তাই তাকে মাদ্রাসা হতে সংবর্ধিত করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...