ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালের নিম্ন আদালতে জামিন লাভ

মঠবাড়িয়ায় ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালের নিম্ন আদালতে জামিন লাভ

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র এমপির ডা. রুস্তম আলী ফরাজির সমর্থক কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলায় সাংবাদিক আজমল হক হেলাল নিম্ন আদালতে জামিন লাভ করেছেন।
রবিবার দুপুরে সাংবাদিক আজমল হক পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক কামরুল হাসান তার জামিন মঞ্জুর করেন।
এর আগে তিনি উচ্চ আদালত হতে জামিন লাভ করেছিলেন।
মঠবাড়িয়ার তুষখালীর সন্তান সাংবাদিক আজমল হক হেলাল দৈনিক সকালের খবরের জেষ্ঠ্য প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি।

প্রসঙ্গত,আজমল হক তাঁর ফেসবুক পেজে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনে ঠিকাদারকে এমপির সহযোগিতার অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ফেজবুকের একটি স্ট্যাটাস শেয়ার করেন। এ ঘটনায় গত ৬ জুলাই রাতে সাংসদের অনুসারি প্রভাষক ফারুক হোসেন বাদী হয়ে আজমল হকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় স্থানীয় থানায় মামলা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...