ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ায় জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক আবু বকরকে গণসংবর্ধনা

ভান্ডারিয়ায় জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক আবু বকরকে গণসংবর্ধনা

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের সফল কৃষক আবু বকর ছিদ্দিককে গণসংর্ধনা দেওয়া হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে কৃষি খামার স্থাপনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ কৃষক আবু বকর ছিদ্দিক এ বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ব্রোঞ্জ পদক লাভ করেন। কৃষিতে তার এ সাফল্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিবিও সদস্য বৃন্দের উদ্যোগে আজ রবিবার সংবর্ধনা দেওয়া হয়
ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপিডি ম্যানেজার প্রশান্ত নাফাকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মনিরুজ্জামান,ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও সংবর্ধিত কৃষক আবু বকর ছিদ্দিক প্রমূখ।

অনুষ্ঠানে বাণিজ্যিক ভিত্তিতে কৃষি খামার স্থাপনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ কৃষক আবু বকর ছিদ্দিককে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...