ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ার কঁচা নদীতে নিখোঁজের দুইদিন পর জেলের লাশ উদ্ধার

ভান্ডারিয়ার কঁচা নদীতে নিখোঁজের দুইদিন পর জেলের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর শামীম হোসেন (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার তেলিখালী সংলগ্ন কচাঁ নদীর মোহনায় ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করে জেলেরা। নিহত জেলে শামীম বুধবার কঁচা নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নদীর ¯্রােতে ভেসে নিখোঁজ হয়। সে ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের মো. ছত্তার হাওলাদারের ছেলে। সে দুই কণ্যা সন্তানের জনক।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার নিখোঁজ জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকালে কঁচা নদীতে ইলিশ মাছ ধরার সময় শামীম নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে ¯্রােতে ভেসে যায়। পরে তারা ৫/৬টি ট্রলার নিয়ে গত দুইদিন ধরে নদীতে খোঁজা-খুজি করছিল। এসময় শুক্রবার বিকেলে কচাঁ নদীর মোহনায় অপর এক জেলে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে তাদেরকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং সন্ধ্যায় জানাজা নামাজে শেষে নদমূলা গ্রামের একটি মসজিদ সংলগ্ন কবরস্থানে জেলে শামীমের লাশ দাফন করা হয়।

এদিকে নিহত জেলে শামীমের স্ত্রী তানিয়া আক্তার ও তার দুই শিশু কণ্যা সন্তানসহ পরিবারে শোকের মাতম চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...