ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অনার্সের ফলাফলে বাংলাদেশে প্রথম স্থান লাভ করেছেন কাউখালীর ইবরাহীম খলিল

অনার্সের ফলাফলে বাংলাদেশে প্রথম স্থান লাভ করেছেন কাউখালীর ইবরাহীম খলিল

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীর কৃতি ছাত্র মুহা. ইবরাহীম খলিল ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়ে সিজিপিএ তে সর্বোচ্চ পয়েন্ট লাভ করে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে।
ইবরাহীম খলিল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামের মো. আবুল কালাম ও ফাতিমা বেগমের জেষ্ঠ্য পুত্র।
সে ইতোপূর্বে পিরোজপুরের নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদরাসা থেকেও দাখিল ও আলিম উভয় শ্রেণীতে গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করে। ২০১৪ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আধুনিক ভাষা ইনিস্টিটিউট এর ডিপ্লোমা কোর্সে আরবি ভাষা বিভাগে ১ম স্থান লাভ করেছিল।

সে তার ভালো ফলাফলের পিছনে শিক্ষকবৃন্দ এবং মাতা-পিতার অবদানের কথা স্বীকার করে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করেছে। ইবরাহীম খলিল ভবিষ্যতে দ্বীনের খেদমতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার উত্তরোত্তর সাফল্যের জন্য সে সকলের দোয়াপ্রার্থী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...