ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবীতে মানববন্ধন

পিরোজপুরে শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুরে স্কুল শিক্ষক সমীরণ মজুমদার হত্যার দায়ে গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও এলাকবাসী। আজ মঙ্গলার দুপুর ১২ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সমীরন মজুমদারের নিজ এলাকা নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় তিন শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে। উপস্থিত ছিলেন শিক্ষক সমীরণ মজুমদারের পিতা শৈলন্দ নাথ মজুমদার, মা নিহারকনা মাঝি, স্ত্রী স্বপ্না বসু, সমীরনের তিন শিশুকণ্যা সংযুক্তা,শুভমিতা ও রুদ্র মজুমদার সহ নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের চারবানীয়ারী এলাকাবাসী ও পার্শ্ববর্তী চিতলমাড়ী উপজেলার তিন শতাধিক নারী পুরুষ। এ সময় মানববন্ধনে সমীরনের স্ত্রী স্বপ্না বসু, পিতা শৈলেন মজুদার সহ অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। পরে শিক্ষক সমীরণ মজুমদার হত্যার দায়ে গ্রেপ্তারকৃত আসামীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি পেশ করে তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য,গত ২৩ মার্চ রাত ২টার দিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা সিঁদ কেটে স্কুল শিক্ষক সমীরণ মজুমদারের ঘরে ঢুকে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী স্বপ্না বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে দুস্কৃতিকারীরা। স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল নেয়ার পথে সমীরণ মারা যায়। পরে পুলিশ এ খুনের ঘটনার সাথে সম্পৃক্ত যুবলীগ নেতা দ্বিপংকর রায়, মন্টু শেখ ও খোকন শেখকে গ্রেপ্তার করে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...