ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কুপির আলোয় নিলয়

কুপির আলোয় নিলয়

দেবদাস মজুমদার >>

সাত বছরের ফুটফুটে শিশু নিলয় পিতৃহারা। জন্মের চার বছর পর দিনমজুর বাবা নিরঞ্জন মন্ডল এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে সুচিকিৎসার অভাবে মারা গেলে শিশু নিলয় পিতৃহারা হন। বিধবা মা শিল্পী রানী শিশু নিলয়কে নিয়ে চরম দুরাবস্থার মধ্যে পড়েন। সহায় সম্বলহীন মা শিল্পী রানী একমাত্র শিশু নিলয়ের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ ঘরে নিলয়ের লেখা পড়া চলে কুপির আলোয়। কিন্তু কতদিন পর্যন্ত শিশু নিলয়ের লেখা পড়া চলবে তা নিয়ে শংকিত বিধবা মা।

পিরোজপুরের কাউখালী উপজেলায় আমরাজুড়ীর ইউনিয়নে পূর্ব আমরাজুড়ী নিভৃত গ্রামের বসবাস করে এ দুর্ভাগা মা ও ছেলে ।
স্থানয়িদের সূত্রে জানাগেছে, উপজেলার আমরাজুড়ী গ্রামের দিনমজুর নিরঞ্জন মন্ডল দুরারোগ্য এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে গত তিনবছর আগে মারা যান। অর্থের অভাবে সুচিকিৎসা মেলেনি তার। শত কষ্টের মাঝেও চলছে শিশুটির লেখা পড়া। নিলয় মায়ের হাতধরে নিয়মিত উপজেলার পূর্ব আমরাজুড়ী ১৮নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় যায়। ওই বিদ্যালয়ে শিশুটি প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে। কিন্তু অভাবের সংসারে নিলয়ের মা ওকে নিয়ে খুবই চিন্তিত। কিভাবে চলবে তার সংসার কিভাবে চলবে নীলয়ের আগামী দিনের পড়া শুনা । গ্রামের পাড়া প্রতিবেশীর ঘরে বিদ্যুতের আলো থাকলেও নিলয়ের ঘরে সে আলো নেই। তাই শিশু নিলয়কে কুপির আলোতেই পড়াশুনা চালাতে হয়। অভাবের সংসারে অনেক সময় কিরোসিন কেনার পয়সা থাকে না নিলয়ের মায়ের হাতে। তার পরও থেমে নেই নিলয়। শত কষ্টে নিলয় নিয়মিত স্কুলে যায়। পড়াশুনায়ও শিশুটি মেনাযোগি।

নিলয়ের বিধবা মা শিল্পী রানী বলেন, অভাব অনোটনের মধ্যে ওকে নিয়ে হিমসিম খেতে হয়। ওর পড়াশুনা চালাতে কষ্ট হয়। ওকে কখনো ভাল খাবার ও জামাকাপড় দিতে পারছিনা। সন্তানের লেখাপড়া চালিয়ে নিতে পারব কিনা জানিনা। আমার একটা বিধবা ভাতার কার্ড হলে সংসারে কিছুটা অভাব দুর হত।

এ বিষয়ে কাউখালীর শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু বলেন, শিশু নিলয় পরিবারটি খুবই অসহায়। ওর বিধবা মা বিধবা ভাতা পাওয়ার যেগ্য। শিশুটির পড়া লেখা চালাতে এতে কিচুটা হলেও সহায়ক হত।

উপজেলার পূর্ব আমরাজুড়ী ১৮নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক ফারহানা খানম বলেন, শিশু নিলয় অভাবী পরিবারের ছেলে। তবে পড়াশুনা সে বেশ মনোযোগি মনোযোগী। সে নিয়মিত স্কুলে উপস্থিত হয়। আমরা তার সুন্দর ভবিষ্যত কামনা করি।

এ বিষয়ে আমরাজুড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. আমিন বলেন, নিরঞ্জনের বিধবা স্ত্রীর বিধবা ভাতার কার্ড হয়নি। তবে সে বিধবা ভাতা পাওয়ার যোগ্য। তবে আগামী জানুয়ারী মাসে তাকে বিধবা ভাতার তালিকায় অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেব।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...