ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. তাজউদ্দিন আহম্মেদের মঠবাড়িয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. তাজউদ্দিন আহম্মেদের মঠবাড়িয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি >>

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ পিরোজপুরর মঠবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সাথে আজ শনিবার প্রেস ক্লাব সভাকক্ষে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মো. আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা আওয়ামীলীগ সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকরামুল ইসলাম, মো. রোকনুজ্জামান শরীফ, এসএম কামাল আহম্মেদ, মো. রফিকুজ্জামান আবীর, এসএম আকাশ, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হোসেন হাওলাদার, মো. মেহেদী হাসান, মো. শাহাদাত হোসেন, শিবাজী মজুমদার শিবুসহ মঠবাড়িয়া প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

সভায় সাংবাদিক মো. জাহিদ উদ্দিন পলাশ মঠবাড়িয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের বিষয়ে তুলে ধরে তা থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা আ.লীগের সদস্য তাজউদ্দিন আহম্মেদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তিনি কেন্দ্রীয় যুবলীগ নেতার রাজনৈতিক কর্মকান্ড ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়ার একজন কৃতিসন্তান। তার রাজনৈতিক জীবন দর্শন মঠবাড়িয়ার রাজনীতির বর্তমান সংকটকালে অনুসরন যোগ্য ।

জেলা আ,লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা মঠবাড়িয়ার সম্পদ। আপনাদের স্বচ্ছ সাংবাদিকতায় মঠবাড়িয়া একটি সুন্দর মঠবাড়িয়া হিসেবে গড়ে উঠবে । আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করি। সাংবাদিকরাও দেশ ও মানুষের জন্য লিখে যান। মঠবাড়িয়ার সুন্দর পরিবেশ গড়তে তাই সকলকে একজোট হয়ে কাজ করা দরকার। যে কোন ভাল কাজে আমার সাড়া পাবেন।

তিনি তার রাজনৈতিক সংক্ষিপ্ত কর্মকান্ড তুলে ধরে সভায় অবহিত করেন, আগামী সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পেতে আবেদন জানাবেন। জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ যদি তাকে মনোনয়ন দেন তবে তিনি পিরোজপুর-৩ আসনে প্রার্থী হতে চান। এজন্য তিনি মঠবাড়িয়ার আপমর জনসাধারণ সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...