ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মঠবাড়িয়ার এমপির দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুরে সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মঠবাড়িয়ার এমপির দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে টাউন ক্লাব সড়কে জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত পত্রিকার সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, সহসভাপতি ওয়াহিদ হাসান বাবু, সকালেরর খবরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি একেএম ফয়সাল প্রিন্স, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন, সাংবাদিক যুবায়ের আল মামুন, উন্নয়ন কর্মী মইনুল আহসান মুন্না, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ।
বক্তারা বলেন, গত ৪ জুলাই মঠবাড়িয়ায় ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানানোর সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে সাংসদ ডা, ফরাজী সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হন। উক্ত সংবাদ ফেসবুকে শেয়ার ও স্ট্যাটাসে কমেন্টস্ করার কারণে তিনি তার অনুসারী তার প্রতিষ্ঠিত কলেজের প্রভাষক ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে আমমোক্তারনামা দিয়ে গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

বক্তারা সাংবাদিক আজমল হকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিতর্কিত ৫৭ ধারা বাতিলের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...