ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার :: পরিবারের দাবি প্রবাসি স্বামীর নির্যাতনে মৃত্যু

মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার :: পরিবারের দাবি প্রবাসি স্বামীর নির্যাতনে মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসুমা আক্তার(৩০)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আজ শনিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূ মাসুমা উপজেলোর ছোট শিংগা গ্রামের সৌদি প্রবাসি মিরন আকনের স্ত্রী ও বুখইতলা বান্ধবপাড়া গ্রামের হাবিব মুন্সীর মেয়ে। সে দুই সন্তানের জননী।
পরিবারের দাবি প্রবাসি স্বামী মিরনের শারিরীক ও মানসিক নির্যাতনে গৃহবধূ মাসুমার মৃত্যু ঘটেছে।
থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের ইস্কান্দার আকনের ছেলে সৌদি প্রবাসি মিরন আকনের সাথে বুখইতলা বান্ধবপাড়া গ্রামের হাবিব মুন্সীর য়ে মাছুমা আক্তারের সাথে গত ১৪ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। মাসুমার স্বামী মিরন গত আট বছর আগে সৌদি আরবে যায়। এরপর থেকে প্রবাসি স্বামীর সাথে টাকা পয়সার হিসেব নিয়ে মাসুমার সাথে কলহ চলে আসছিল। গত দুই মাস মিরন সৌদি থেকে দেশে ফিরে আসেন। এরপর স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ চরমে ওঠে। শুকবার রাতে তাদের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয়। একপর্যায় মিরন স্ত্রীকে মারধর করে। এতে মাসুমা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে ঘরে রক্ষিত চালের পোকা দমনের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা তাকে গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবনিতি ঘটলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরে পথে তার মৃত্যু ঘটে।
নিহত গৃহবধূ মাসুমার মা মাজেদা বেগম মেয়ের মৃত্যুর বিচার দাবি করে অভিযোগ করেন, প্রবাসি স্বামীর নির্দয় নির্যাতনেই তার মেয়ে মারা গেছে। তার প্রবাসি জামাই গত দুই মাস আগে দেশে এসে তার মেয়র ওপর নির্যাতন শুরু করে। গত ঈদের আগে মেয়েকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, নিহত ওই গৃহবধূর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। এঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...