ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় সাংবাদিক আজমল হক হেলালসহ দুইজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এমপির মামলা : সাংবাদিকদের প্রতিবাদ

মঠবাড়িয়ায় সাংবাদিক আজমল হক হেলালসহ দুইজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এমপির মামলা : সাংবাদিকদের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি >>
সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করায় দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া আসনের এমপি’র প্রতিষ্ঠিত ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় এ মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ০৬ তারিখ- ০৬-০৭-১৭ ইং)।
ওই মামলায় মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজীর ছেলে সাংবাদিক আজমল হক হেলাল ছাড়াও উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল আমীন রাসেলকেও আসামী করা হয়েছে।

মামলায় বাদী বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী একজন সৎ মানুষ। সাংবাদিক আজমল হক হেলাল তাঁর ব্যক্তিগত ফেসবুকে এমপি ডা.ফরাজীর বিরুদ্ধে মনগড়া স্ট্যাটাস দিয়েছেন। এ কারনে তিনি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, এমপি ডা. ফরাজী তাকে মামলা করতে আম মোক্তার নামা দিয়েছেন। এমপি কেন আপনাকে আম মোক্তারনামা দিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ডা. রস্তুম আলী ফরাজী একজন সংসদ সদস্য। তিনি সরাসরি মামলা করতে পারেন না বিধায় আমাকে (ফারুক হোসেন) বাদী করে মামলা করিয়েছেন। ফারুক হোসেন নিজেকে রুস্তম আলী ফরাজীর একজন অনুসারী বলে দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ইলেকট্রনিক্স ডিভাইস ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলায় যাদের ফেসবুক আইডি থেকে এসব ছড়ানো হয়েছে সেই ব্যক্তিগন সঠিক কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করা হবে।

এদিকে আজমল হক হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করায় মঠবাড়িয়ার সকল সাংবাদিকবৃন্দ নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিকের বিরুদ্ধে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবিতে আগামূকাল শনিবার মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মামলা সম্পর্কে ঢাকায় কর্মরত দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল বলেন, ‘৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনের অভিযোগের প্রকাশিত অনলাইন নিউজ আমি ফেসবুকে শেয়ার করেছি। এমপি’র বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেয়ার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস্ করেছি। তাহলে তো আমার কথা বলার অধিকারও ক্ষুন্ন করা হলো ৫৭ ধারায় মামলা দিয়ে। আমি এ ধারা বাতিলসহ আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...