ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - বিষে আমারে খায়না রে !

বিষে আমারে খায়না রে !

দেবদাস মজুমদার >>
পঞ্চাশোর্ধ ফেলু মিয়া গৃহস্থের উঠানে দাড়িয়ে বলে ফেলেন -এই ঘরে বিষধর সাপ লুকিয়ে আছে! বিষধর জাত সাপ। ফণা তুলে ছোবল দিলেই নির্ঘাত মৃত্যু।গৃহস্থ ভয়ার্ত গলায় বলে ওঠেন কন কি গারুলি ? হ সে আছে,,,,,আফনেরা ঘর দিযা হগলে বাইর হন । আমি ওরে আইজ ধরুম।আমি টের পাইতাছি সে আছে। গৃহস্থ পরিবার পরিজন নিয়া বসত ঘর থেকে ত্রস্তপাযে উঠানে নামেন। পাড়াশুদ্ধ মানুষ এসেও হাজির হয়।
ফেলু মিয়া জাত সাপুড়ে। একাই বসতঘরে ঢোকেন। কৌতুহলী মানুষের অপেক্ষা তখন ফেলু মিয়ার সাপ ধরা নিয়ে। আধাঘন্টার অভিযান। ফেলু মিয়া গৃহস্থের বসতঘরের সিড়ির নীচে এক গর্ত খুড়ে সত্যি বের করে আনেন সাড়ে পাচ ফুট লম্বা বিষধর জাত সাপ। ফেলু মিয়া সাপটারে ডান হাতে পেচিযে বীরের মত ঘর হতে উঠানে নামেন। আর ফেলু তখন সাপ আতংকিত গৃহস্থের কাছে পীর বনে যান।
আফনে আমাগো বাচাইলেন ! ঘরে আর তো সাপ নাই আতংকিত গৃহস্থের বাচা মরার প্রশ্ন।না আর নাই ….! সাপুড়ে তখন ত্রাণকর্তা। গৃহস্থ তার ঘরে লুকিয়ে থাকা বিষধর সাপ ধরার জন্য ফেলু মিয়াকে পুরস্কার দেয়।এরপর বাক্সের ভেতর সাপটারে পুরে হাটের দিকে হাটে সাপুড়িযা। পিছনে হাটে বিস্মিত গ্রামবাসি।হাটের নাম ডৌয়াতলা। হাটের এক সড়কের পাশে খোলা মাঠে সাপের বাক্সটারে নিযা ফেলু মিয়া হাক দেন…………..

বিষে আমারে খায়নারে..বিষে আমারে খায়না..বিষেরে আমি খাই…!
ফেলুর হাকে হাটুরে লোকজন গোল হয়ে আসেন..সাপুড়ে ফেলু নাচেন….

সুরে সুরে গান ধরেন…হাতের মুঠি ছাড়েন সবাই….

.আমি সাপটারে ফণা তুলে নাচামু………..

ফেলু হাক দেয়!
সাপের খেলা দেখার জন্য যে যা পারেন দেন……

মানুষ টাকা পয়সা ছুড়ে দেয় ফেলুর দিকে..ফেলু সাপটারে বাক্স থেকে বের করে আনেন…

বাম হাতে লেজ ধরে ডান হাতের মুঠি দিয়ে সাপের ফণা তোলে নাচান তারে……..!

আমিও হাটুরে মানুষ খেলা দেখতে ভিড়ে যাই…..!!!

সাপের ফণা তোলার খেলা নিয়ে আমি দৃশ্যকাব্যে মেতে উঠি………!!!
খেলা শেষে ফেলু মিয়া সাপুড়িয়ারে চায়ের দোকানের বেঞ্চিতে ডেকে আনি..
-ঘর কই ?
-বিক্রমপুর
-সাপ ধরেন বুঝি
-আরে কয় কি..বংশগত গারুলী তো।
-সাপ তো শয়তান কামড় দেয় যদি ?
-আরে ধুর বিষে আমারে খায়না..আমি বিষেরে খাই
-ধরেন কিভাবে ?
-অরে বড় সাধন কইরা ধরি.,,,এর আগে ম্যালা সাম্বাদিক আমার ছবি নিছে…কেউ কিছুই ল্যাখে নাই।
-এর উপরই বুঝি জীবন চলে ?
-হ নৌকায় নৌকায় দুনিয়া ঘুরি..সাপ ধরি..সাপ নাচাই …পয়সা কামাই…
-পরিবার আছে ?
-হ আছে..দুই ছেলে মাইয়া
-ছেলে মেয়েকে স্কুলে দিছেন ?
-স্কুল দিয়া কি অইব !পোলাডারে স্কুলে দিছিলাম..বজ্জাত পোলা… হে স্কুল পলাইয়া বাড়ি আইছে…কয় বাপে সাপ ধরে খেলা দেখায়..আমি পড়মু না।গারুলীর পোলা গারুলী হইব অসুবিধা কি ।
-জীবনে সুখ পাইছেন ?
-সুখ পালাম কই !সুখ গরীবের না…..ওইডা বড়লোকের।
-বড় লোক হইতে মন চায় ?
-না চায়না…বেশী বড়লোক সাপের চাইতেও খারাপ !
-দেশ কেমন চলছে ?
-এইডা আমারে জিগান ক্যান…দেশ তো আর আমি চালাইনা..সরকারে চালায়….. হ্যারে জিগান । আমার খালি প্যাডের চিন্তা …তাই তামাম দিন খাটি…..প্যাড ভাল চললে দেশও ভাল চলে………।

…………………………….

ডৌয়াতলা,বামনা,বরগুনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...