ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় গণসংবর্ধনায় এমপি ডা. রুস্তুম আলী ফরাজি :: জনগনের নি:স্বার্থ ভালবাসায় মঠবাড়িয়াকে ১০০ বছর এগিয়ে নিয়েছি

মঠবাড়িয়ায় গণসংবর্ধনায় এমপি ডা. রুস্তুম আলী ফরাজি :: জনগনের নি:স্বার্থ ভালবাসায় মঠবাড়িয়াকে ১০০ বছর এগিয়ে নিয়েছি

বিশেষ প্রতিনিধি :
পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র সংস্দ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি বলেছেন, আমি মাস্তান পুষিনা কিংবা অর্থ দিয়ে সমর্থক পুষিনা। জনগনের নি:স্বার্থ ভালবাসাই আমার শক্তি। সন্ত্রাস,মাদক আর ঘুষ দুর্নীতি আমি সমর্থন করিনা বলেই স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালায়। এতে আমার জনগন বিভ্রান্ত হবেনা। আমি মঠবাড়িয়াকে আগামী ১০০ বছর সামনের দিকে এগিয়ে নিয়েছি।

দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিরষদ ডাকবাংলো চত্বরে এক গণসংর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক মহাসড়কে উন্নীত করণে একনেকে অর্থ বরাদ্দ অনুমোদ লাভ করায় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজির অবদানের স্বীকৃতি স্বরূপ এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।এসময় সংবর্ধনা মঞ্চে সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজিকে কর্মী সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও গলায় মালা পড়িয়ে অভিনন্দন জানান।

সংর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি মঠবাড়িয়ায় তাঁর উন্নয়নর কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, আমি মঠবাড়িয়ার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। আমার জনগনের ভালবাসা ও আমার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে কতিপয় মানুষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সত্য চিরকালই সত্য, তাকে শত মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায়না।

তিনি চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক মহাসড়কে উন্নীত করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি একনেকে প্রকল্প অনুমোদনের চিঠি উচিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, চিঠি পড়ে দেখুন চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক মহাসড়কে উন্নীত করণে কার অবদান। যারা ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন। তিনি বলেন আমি সংসদ সদস্য হয়ে কি কি উন্নয়ন করেছি মঠবাড়িয়ার জনগন অবহিত আছেন। আমি মঠবাড়িয়া আগামী একশত বছর সামনে এগিয়ে নিয়েছি।
তিনি অপপ্রচারকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পারলে আমার কোনও দুর্নীতি প্রমান করুন। প্রমান করতে পারলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবো। আর যদি পারেন যোগ্য মানুষ যিনি নি:স্বার্থভাবে আমার চেয়ে ভাল সেবা দিতে পারবেন তাকে দাড় করান আমি নির্বাচন থেকে সরে তার মঞ্চে সমর্থন দেবো। তবু মঠবাড়িয়াকে দুর্নীতিবাজ,সন্ত্রাস ও সমাজ বিরোধিদের হাতে তুলে দেবোনা। কেননা আমি মঠবাড়িয়া ও জনমানুষের ভাগ্য উন্নয়নে লড়াই করছি।
তিনি মঠবাড়িয়ার উন্নয়নে তার আরও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বলেশ্বর নদীর মাছুয়া-রায়েন্দা ফেরী সার্ভিস চালুর কাজ চলমান আছে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। সেই সাথে মঠবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা করছি।
আমি মঠবাড়িয়া জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উত্তর মিরুখালী ও সাফাতে একটি থানা এবং সাপলেজা ইউনিয়নকে নতুন থানা করে বামনা ও পাথরঘাটা থানা নিয়ে মঠবাড়িয়াকে জেলা করার জন্য বারবার সংসদে উথ্থাপন করে আসছি। জনগনকে নিয়ে এ আন্দোলন আরও বেগবান করা হবে। মঠবাড়িয়া পৌর শহরের পানি সমস্যা নিরসনে প্রচেষ্টা অব্যহত আছে। শহরে একটি বহুতল মার্কেট নির্মাণে স্থান নির্বাচন করা হয়েছে। আশা করছি খুব শিঘ্রই বহুতল মার্কেট নির্মাণ করা হবে।
মাদকের ব্যবসা, সিন্ডিকেট ও সন্ত্রাস দমনে আমি চেষ্টা চালাচ্ছি। ইউএনও অফিস,ভূমি অফিস ও সেটলমেন্ট অফিসে জনগনের হয়রাণি ও ঘুষ দুর্নীতি বন্ধে প্রচেষ্ট অব্যহত রয়েছে। মঠবাড়িয়ায় একটি বাইপাস সড়ক নির্মাণ ও একটি ফ্লাইওভার নির্মাণের আমি চেষ্টা চালাচ্ছি। শিঘ্রই ৮০টি রাস্তা নির্মাণে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইনশাল্লাহ এ লক্ষ্ আমরা অর্জণ করব।
তিনি আরও বলেন আমার জীবনে আর চাওয়া পাওয়ার আর কি আছে । জনগনের ভালবাসায় আমি আমার উন্নয়ন লক্ষ্য অর্জণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।সংবর্ধনা সভায় দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সুলতান হোসেন জমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডা. রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম আল-মারুফ, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, গোলাম মোস্তফা, বাবু হরিদাস শিপন, মাসুম বিল্লাহ প্রমুখ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...