ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীতে ছিন্নমূলের ঈদ আনন্দ

কাউখালীতে ছিন্নমূলের ঈদ আনন্দ

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে উপজেলার আমরাজুড়ীর সন্ধ্যা নদীর তীর বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে ব্যতীক্রমী এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে নতুন জামা বিতরণ, মিষ্টি ও সেমাই দিয়ে আপ্যায়ন এবং নৌকা ভ্রমণ। এ অনুষ্ঠানের আয়োজন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু। ঈদে শিশুদের হাতে তুলে দেয়া হয় রং বেরংয়ের বেলুন। শিশুরা হৈ হুল্লোর করে দিনটি উদযাপন করে। পরে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে নৌকায় ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া, প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের অভিভাবকগন।

এ ব্যাপারে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু বলেন, সৈমাজের অবহেলিত ও বঞ্জিত শিশুদের সাথে ঈদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ওদের মুখে হাসি দেখতে আমার এ উদ্যোগ। আমি এই কাজটি করতে পেরে আনন্দিত । অন্যের মুখে সুখের হাসি ফুটানোই হলো ঈদের আনন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...