ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জাসেম আলম এর নির্বাচনী ইশতেহার

ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জাসেম আলম এর নির্বাচনী ইশতেহার

আসুন সবাই নিরপেক্ষভাবে ভালকাজে ঐক্যবদ্ধ হই। আসন্ন ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির ২৬ মে ২০১৭ইং তারিখে ২০১৭–২০১৮ এর নির্বাচন উপলক্ষে আমি এই ইশতেহার প্রচার করছি এবং আমি মনে করি সম্মানিত ভোটারগণ তাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে বাধিত করবেন। আমি সভাপতি পদে নির্বাচিত হলে নিম্নোক্ত কাজ সম্পূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রস্তাবনাসমূহ

১…. মঠবাড়িয়া থেকে আগত শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি করে তার মধ্যে থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য ত্রি-মাসিক বৃত্তির ব্যবস্থা করা হবে।

২….মঠবাড়িয়া ছাত্র কল্যান সমিতি সরকার হতে রেজিস্ট্রেশন পাওয়ার প্রচেষ্টা চালানো হবে।

৩….সকলের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তারা পুনরায় সকল পদের জন্য উপনির্বাচনের ব্যবস্থা করবেন। সদস্যরা সংগঠনের মূল শক্তি আমরা সংগঠনে তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিবো।

৪….সদস্য ফরম ও গঠনতন্ত্র তৈরি করা হবে। আমি গঠনতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে সংগঠনের দায়িত্ব পালন করতে চাই। গঠনতন্ত্র তৈরিতে সদস্যদের মতামত চূড়ান্ত বলে গন্য হবে।

৫….মঠবাড়িয়া থেকে আগত শিক্ষার্থীদের সব-রকম সহযোগিতা করা হবে। যেমন-কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তি হতে সহায়তা করা ও বাসা ভাড়া পেতে সহযোগিতা করা ইত্যাদি।

৬….প্রত্যেক বছরে নবীন বরণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

৭….ছাত্রদের বিভিন্ন দাবী -দাওয়া নিয়ে আমরা আন্দোলনও করতে পারি। যেমন হতে পারে ছাত্রদের জন্য বাসের অর্ধেক ভাড়া সিদ্ধান্ত কার্যকরের জন্য মানববন্ধন।

৮….যারা নিরুৎসাহী হয়ে চলে গেছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা ও নতুনদের মাঝে উৎসাহ তৈরির প্রচেষ্টা চালানো হবে।

৯….প্রতিমাসে একটি করে পাঠচক্র এবং ত্রি-মাসিক আলোচনা সভার আয়োজন করা হবে।

১০….দলমত নির্বিশেষে ছাত্রকল্যাণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

১১…ইফতার ও পিকনিকে সকলের দাওয়াত সুনিশ্চিত করা হবে।

১২….ছাত্রকল্যাণ সমিতির ওয়েবসাইট খোলার প্রচেষ্টা চালানো হবে।

১৩….তহবিল তৈরি ও তার হিসাব সকলের সম্মুখে প্রকাশ করা হবে।

আমি মনে করি আপনারা আমার উপরোক্ত প্রস্তাবনা বিশেষভাবে বিবেচনা করে আমাকে ভোট দিবেন এবং নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ দিবেন। সকলের সহযোগিতা কাম্য।

>> সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...