ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ায় তাপদহে দুই জনের মৃত্যু ও মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

ভান্ডারিয়ায় তাপদহে দুই জনের মৃত্যু ও মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় তাপদহে প্রচন্ড গরমে জনজীবনে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে,আজ সোমবার দুপুরে তাপদহে হিটস্ট্রোকে কে শিউলি বেগম (৩৮) ও রফিজ উদ্দিন ফরাজী (৮০) নামে দুই জনের মৃত্যু ঘটেছে। গৃহবধূ শিউলি বেগম উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাদল খলিফার স্ত্রী এবং রফিজ উদ্দিন ফরাজী ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর মহল্লার বাসিন্দা। নিহতরা প্রচন্ড গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরে পরিবারের স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ মাত্রা বেড়ে যায়। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেড় হচ্ছেননা। সেই সাথে ঘনঘন বিদ্যুত বিভ্রাটে জনজীবনে অসহনীয় অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, গরমে বেশি করে বিভিন্ন ধরণের ফল, খবার স্যালাইন, ডাব,শরবতসহ পানীয় জাতীয় তরল খাবার গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে।

অপর দিকে ভান্ডারিয়ায় নজরুল সিদকার (৫৫) নামে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভান্ডারিয়া পৌরশহরের লক্ষ্মিপুরা গ্রামের সিকদার বাড়ির বসতঘর হতে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। বসত ঘরের খোলা বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের স্বজনরা দাবি করেছেন।
নিহত শিক্ষক নজরুল ভান্ডারিয়া পৌরশহরের লক্ষ্মিপুরা গ্রামের মৃত করিম সিকদারের ছেলে। সে দুই সন্তানের জনক। সম্প্রতি সে ভান্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল মাদ্রাসা থেকে শিক্ষকতায় অবসর নেন।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত ওই শিক্ষকের স্ত্রী তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন রবিবার রাতে বৃদ্ধ নজরুল একাই বাড়িতে ছিলেন। আজ সোমবার সকালে ঘরের বারন্দায় তার লাশ ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করার পর পরিবারের অনুরোধে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...