ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্বরূপকাঠিতে গৃহবধূকে হত্যার পরে গুমের অভিযোগ : স্বামী গ্রেফতার

স্বরূপকাঠিতে গৃহবধূকে হত্যার পরে গুমের অভিযোগ : স্বামী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের স্বরূপকাঠিতে পরিবারিক বিরোধে জেরে শ্বশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার পরে গুমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নির্যাতিত গৃহবধূ রোজিনা আক্তারের স্বামী ইলিয়াস হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আদালত অভিযুক্ত স্বামী ইলিয়াসকে জেল হাজতে পাঠিয়েছে।

গৃহবধূ রোজিনা আক্তার মায়া (২৮) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নে শেহাগংল গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী এবং ঝালকাঠী জেলা সদরের মির্জাপুর গ্রামের মৃত সুলতান খানের কন্যা। এ বিষয়ে গৃহবধূর ভাই পলাশ খান বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছে।
গৃহবধূর ভাই পলাশ খান জানান, ২০০৮ সালের ২২ মে নেছারাবাদ উপজেলার শেহাংগল গ্রামের ইলিয়াস হোসেনের সাথে তার বোন রোজিনা আক্তার মায়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইলিয়াস বিভিন্ন সময় টাকার জন্য মায়াকে মারধর করতো। এরপর তাদের সংসারে তিনটি সন্তান জন্ম গ্রহণ করে এবং সর্বশেষ সন্তানের বয়স ৪২ দিন। সেই সন্তান জন্ম গ্রহণের পরে তার বোন মায়া অসুস্থ ছিল। তাই মায়ার দেখভাল করার জন্য তার মা পিয়ারা বেগম ও চাচাতো বোন মুন্নি তাদের বাড়িতে যায়। ঘটনার দিন ৪ মে রাত আনুমানিক ১০ টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে ইলিয়াস ঘর থেকে বাইরে গেলে তাকে খুঁজতে তার বোন মায়া তার পিছন পিছন যায়। এর কিছু সময় পরে ঘরে থাকা ইলিয়াসের বোন ডলি বেগম, চাচাতো ভাই ঝন্টু বেপারী সহ আরো কয়েক জন বাড়ি থেকে ইলিয়াসকে খোঁজার নামে করে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। পরে রাতে ইলিয়াস সহ সকলে ফিরে এলেও তার বোন মায়া আর ফিরে আসে নি। মায়া কোথায় তার মা পিয়ারা বেগম জানতে চাইলে ইলিয়াস ও ঘরের লোক জন জানায় তারা মায়াকে দেখেনি।
পরে অনেক খোঁজাখুজির পরেও মায়াকে না পাওয়া গেলে ঘটনার দুই দিন পরে মায়ারভাই পলাশ খান স্বরূপকাঠি থানায় একটি নিঁখোজের অভিযোগ করলে থানায় সেটি সাধারণ ডায়রী হিসেবে অর্ন্তভূক্ত করে এবং পুলিশ এ ঘটনায় মায়ার স্বামী ইলিয়াস হোসেন কে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলে প্রেরণ করে।
মায়ার মা পিয়ারা বেগম অভিযোগ করে বলেন, মায়াকে সে দিন রাতে ইলিয়াস ও তার পরিবারের লোক জন মিলে হত্যা করে লাশ গুম করে ফেলেছে বলে তার ধারনা। কারণ ৪২ দিন বয়সের একটি শিশু রেখে সে কখনোই কোথায় যেতে পারে না। কিন্তু মায়ার শ^শুরবাড়ীর লোকজন মায়ার সন্ধান না করে বিভিন্ন রকমের মিথ্যা তথ্য সাজিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...