ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় গাছের সঙ্গে ধাক্কায় মাহিন্দ্রের দুই ব্যবসায়ি যাত্রী নিহত : তিনজন আহত

মঠবাড়িয়ায় গাছের সঙ্গে ধাক্কায় মাহিন্দ্রের দুই ব্যবসায়ি যাত্রী নিহত : তিনজন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি>>

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি যাত্রীবাহী মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তালগাছের সঙ্গে ধাক্কায় বস্ত্র ব্যবসায়ী আব্দুস সালাম (৬৫) ও তৌফিক মিয়া (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে মঠবাড়িয়া-তুষখালী সড়কের গুদিঘাটা সমদ্দার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বৃদ্ধাসহ আরো তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত আব্দুস সালাম মঠবাড়িয়া পৌর শহরের মমিন বস্ত্রালয়ের মালিক। তিনি উপজেলার বেতমোর ইউনিয়নের মৃত মমিন উদ্দিন সূফীর ছেলে। নিহত বক্যবসায়ি তৌফিক মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর শহরের মৃত গুলজার মিয়ার ছেলে । দুর্ঘটনাস্থল থেকে মাহিন্দ্রটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক ফিরোজ হাওলাদার।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ভাণ্ডারিয়ার চরখালী লঞ্চঘাট থেকে ৭-৮ জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র অটোটেম্পো (খাগড়াছড়ি-ছ-১১-০২৫২) মঠবাড়িয়ার উদ্দেশে আসছিল। সকাল ৮টার দিকে মঠবাড়িয়ার গুদিঘাটা সমদ্দার বাড়ি নামক স্থানে পৌঁছালে মাহিন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিতসক কাপড় ব্যবসায়ী আব্দুল সালামকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে আশঙ্কাজনক অবস্থা বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে তৌফিক মিয়া নামের আরো এক বৃদ্ধের মৃত্যু হয়।

এ ছাড়া মঠবাড়িয়ার মিরুখালী গ্রামের আহত বৃদ্ধা সেতারা বেগম (৫৫), পার্শ্ববর্তী ভাণ্ডারিয়ার বৃদ্ধা গোলেনুর বেগম (৭০) এবং মঠবাড়িয়ার ছোট হারজী গ্রামের যুবক মো. আবদুস সালামকে (২২) বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার এসআই মো. মাহববুবুল ইসলাম জানান, মাহিন্দ্রটির চালক বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...