ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় মাদ্রাসার পুকুরে ডুবে দুই সহোদর ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মঠবাড়িয়ায় মাদ্রাসার পুকুরে ডুবে দুই সহোদর ছাত্রের মর্মান্তিক মৃত্যু

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় নাজমুল হোসেন(১১) ও নাইম হোসেন(৮) নামে দুই সহোদর ছাত্রের মাদ্রাসার পুকুরে ডুবে মর্মান্তিক ঘটেছে। নিহত সহোদর শিশু দুটি মাদ্রাসার পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া হাসানিয়া হেফজুল নূরাণী ক্যাডেট মাদ্রাসার পুকুর থেকে নিহত শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। হতভাগ্য শিশু দুটি নানা বাড়ি থেকে ওই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে নাজেরা শাখায় লেখা পড়া করছিল।নিহত শিশু নাজমুল ও নাইম জামালপুরের সরিষাবাড়ির বৈদ্যুতিক মিস্ত্রী মো. ফিরোজ হোসেনের ছেলে ।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, গত দেড়মাস আগে শিশু নাজমুল ও নাইমের মা নাজমা বেগম দুরারোগ্য ব্যাধিতে মারা যান। তাদের বাবা মো. ফিরোজ হোসেন হাওলাদার চট্রগ্রামে বৈদ্যুতিক মিস্ত্রী হিসেবে গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করায় শিশু দুটির দেখা শোনায় কেউ ছিলনা। এতে শিশু দুটি চরম অসহায় হয়ে পড়লে তাদের নানা মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মো. ইসমাইল দর্জি দুই নাতিকে নিজ বাড়িতে নিয়ে আসেন । গত ২০ দিন আগে শিশু দুটিকে স্থানীয় তাফালবাড়িয়া হাসানিয়া হেফজুল নূরাণী ক্যাডেট মাদ্রাসায় নাজেরা শাখায় ভর্তি করে দেন। ওই মাদ্রাসায় আরও ৪০জন আবাসিক ছাত্রের সাথে থেকে সহোদর দুই শিশু লেখা পড়া করে আসছিল।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস দাবি করেন, সকাল ১০টায় মাদ্রাসা ছুটির পর আবাসিক সকল ছাত্র ছাত্রাবাসে ঘুমে ছিল। এসময় দুই ভাই নাজমুল ও নাইম মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক আব্দুল ক্দুুস বাজার থেকে মাদ্রাসায় ফিরে গোসল করতে যান । এসময় তিনি ঘাটের ওপর দুই শিশু শিক্ষার্থীর জামা কাপড় পড়ে থাকতে দেখে দ্রুত পুকুরে নামেন । একপর্যায় ঘাটের কাছে পানির তলদেশে শিশু দুটির লাশ তার পায়ে ঠেকে। এরপর তিনি মাদ্রাসার সকলকে ডেকে লাশ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশী ঝামেলা এড়াতে মাদ্রাসার লোকজন ও পরিবারের স্বজনরা শিশু দুটির লাশ হাসপাতাল থেকে দ্রত বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সাপেলজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন দুলাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের মৃত্যুর দেড় মাসের মাথায় দুই শিশুর এমন মৃত্যু হৃদয় বিদারক। পুরো গ্রামবাসি এ ঘটনায় শোকাহত।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মো. নকিব আকরাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে অবহিত না করেই শিশু দুটির লাশ মাদ্রাসার লোকজন ও স্বজনরা নানা বাড়িতে নিয়ে গেছেন। এ খবর পেয়ে আমি বিষয়টি তদন্তে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...