ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কুমিরের আক্রমনে নিহত রনির মঠবাড়িয়ায় দাফন সম্পন্ন

কুমিরের আক্রমনে নিহত রনির মঠবাড়িয়ায় দাফন সম্পন্ন

মঠবাড়িয়া প্রতিনিধি >>
টেংরাগিরি েইকোপার্কে কুমিরের আক্রমনে র্মান্তিকভাবে নিহত পিরোজপুরের মঠবাড়িয়ার মেধাবী ছাত্র আসাদুজ্জামান রনির (২৯) কেন্দ্রীয় ঈদ গাহে জোহর নামাজবাদ জানাজা শেষে সবুজ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার মধ্যরাতে বরগুনার তালতলী থেকে তার লাশ মঠবাড়িয়া নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রনি মঠবাড়িয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সবুজ নগর মহল্লার বাসিন্দা ও মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী গোলাম মোস্তফা কামালের এক মাত্র ছেলে।

নিহত রণির জানাজায় কয়েক হাজার শোকার্ত মানুষ অংশ নেন। পরে মঠবাড়িয়া পৌরশহরের সবুজ নগর মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মেধাবী রণি সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরে বন্ধু ও স্বজনদের নিয়ে তাতলির টেংরাগিড়ি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে দীঘির কুমিরের আক্রমনের শিকার হন। এ ঘটনায় এখন শোকের মাতম চলছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরজ করছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে আসাদুজ্জামান রনি, খালাতো ভাই আল-আমিন, বন্ধু আবুসালে ও বন্ধুর স্ত্রী সন্তান সহ দুপুর পৌনে একটায় বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা এলাকার টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে যায়। তাঁরা কুমির দেখার জন্য কুমির প্রজজন কেন্দ্রের পুকুরের কাছে গেলে কুমির না দেখে রনি বন্ধু সহ তিন জন প্রজজনকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে প্রবেশ করেন। এক পর্যায়ে রনি পুকুরের পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকলে পুকুরের তীরে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা কুমির তার কাঁধে কামড়ে ধরে টেনে পুকুরের মধ্যে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা খালাত ভাই ও বন্ধু তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খালাত ভাই ও বন্ধু বেষ্টনীর বাইরে এসে চিৎকার করলে বন বিভাগের লোক ও পর্যটকসহ শতশত এলাকাবাসী ছুটে আসে। তবে তাদের কাছে উদ্ধার করার কোন ব্যবস্থা না থাকায় তাৎক্ষনিক ভাবে রনিকে উদ্ধারের কোন পদক্ষেপ নেয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী রনির বন্ধুরা জানান, কুমিরটি রনিকে নিয়ে পুকুরের চারদিকে ঘুরতে থাকে। আধঘন্টা পরে কুমির তাঁকে ছেড়ে দেয়। ততক্ষনে রনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে কোস্ট গার্ড, পুলিশ ঘটনা স্থলে এসে যৌথ অভিযান চালিয়ে পুকুর থেকে বিকেল সাড়ে তিনটায় আসাদুজ্জামান রনির মৃততদেহ পুকুর থেকে উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসে। পুলিশ ওইরাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...