ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া কেএম লতিফ ইউনিস্টটিউশনের কৃতি শিক্ষার্থী সাদিয়া রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

মঠবাড়িয়া কেএম লতিফ ইউনিস্টটিউশনের কৃতি শিক্ষার্থী সাদিয়া রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

মো. রাসেল সবুজ >>
বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায় বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুরের ঐতিহ্যবাহী মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া রহমান শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন। সাদিয়া তিন সদস্যের বিতর্ক দলের দলনেতা হিসেবে এ কৃতিত্ব অর্জণ করেছেন।
আজ শনিবার বিটিভির নিজস্ব স্টুডিওতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাদিয়া মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের একমাত্র সন্তান। সাদিয়ার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে ।

জানাগেছে, মা ও শিশু মন্ত্রণালয়ের অধিনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ এ বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে। সুস্থ যুব সমাজ গড়তে শিশুর শিক্ষার চেয়ে স্বাস্থ্যের দিকে আরও নজর দেওয়া উচিত এ বিষয় বস্তু নিয়ে আজ শনিবার বিটিভির নিজস্ব স্টুডিওতে চূড়ান্ত প্রতিযোগিতার কার্যক্রম ধারণ করা হয়।
প্রতিযোগিতায় ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এ- কলেজ বিতর্কের পক্ষে ও মঠবাড়িয়া কেএম লতিফ ইনিস্টিটিউশন বিতর্কের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে। চূড়ান্ত ফলাফলে মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়। এছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। সে বিতর্কে নিজ প্রতিষ্ঠানের দলনেতার দায়িত্ব পালন করেছে।

মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন ও আজকের মঠবাড়িয়া অনলাইন পরিবারের পক্ষ হতে এ কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...