ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অন্য আলোর আব্দুর রহমান

অন্য আলোর আব্দুর রহমান

শিবাজি মজুমদার শিবু >.
পরম করুণাময়ের এ মহান বাণীকে বুকে লালন করে চলছেন একজন অন্ধ আব্দুর রহমান। দুই চোখে আলো না থাকলেও জীবনের প্রলয় তাঁর বন্ধ নেই। চোখের সামনে দুনিয়ার কোন সৌন্দ না দেখা হলেও মনের ভেতর তাঁর অন্য আলোর সিন্ধতা । চোখে তাঁর অন্ধত্ব বটে তবে মনে অন্ধত্ব নয় সে। তাই ভিক্ষে নয় প্রতিদিনের কর্মযজ্ঞ লড়াইয়ে সম্মানের সাথে বেঁচে থাকেন অন্ধ আবদুর রহমান। অন্ধ আবদুর রহমান এক অন্য আলোর মানুষ।
‘চোখে আলো না থাকলেও নিজের জীবনকে আলোকিত করতে পেরেছে অন্ধ আবদুর রহমান । অন্ধ হয়েও ভিক্ষা না করে বাদাম ও চকলেট বিক্রির ১৫০/২০০ টাকা আয় করে চালাচ্ছেন পরিবারের ভরণপোষণ । সেই সাথে ছেলের লেখা পড়াও চলছে।
অন্ধ আবদুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন।
রহমান জানান, শত সংকটেও সে ভিক্ষার পথে যাননি। আল্লহর শিক্ষাটাই তাঁর পর পাথেয়। তবে এ সহায় জীবনে পৈএিক সূএে পাওয়া ৬ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী প্রভাবশালীর সাথে চলছে নানা বৈরিতা। ছোট বেলায় বাবার মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হাতে তুলে নেয় সে বাদাম ও চকলেটের প্যাকেট।

প্রতিদিন ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কে বাসে উঠলেই ভেসে আসে আবদুর রহমানের কন্ঠ নবীজির শিক্ষা করো না ভিক্ষা।আমি মেহনত করে খাই, ভাই বাদাম দেব না চকলেট দেব। এভাবে প্রতিদিন এ বাস থেকে অন্য বাসে ফেরি করে চলে তাঁর এ কর্মযজ্ঞ। তবে প্রতিদন বাসে বাসে ফেরি করা তাঁর জন্য ঝুঁকিপূর্ণ ।এই ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে অন্য বিকল্প কর্ম সংস্থানে যাওয়ার সাধ থাকলেও তাঁর সাধ্য নাই । আবদুর রহমান ছেলের লেখা পড়া আর সম্মানের সাথে বাঁচতে মানবিক মানুষের সহায়তা চান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...