ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই !

আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই !

দেবদাস মজুমদার >

দরিদ্র কৃষক পরিবারের মেয়ে রণিতা মন্ডল একটি বেসরকারী হাসপাতালে ঢাকায় সেবিকা পদে চাকুরী করেন। আগামী ২৬ ফাল্গুন রণিতার বিয়ে ঠিক হয়েছে পারিবারিক সম্মতিতে । মেয়ের বিয়ের জন্য দরিদ্র কৃষক বাবা রবিন মন্ডল ও তার কৃষাণী স্ত্রী প্রীতিলতা মন্ডল হাড়ভাঙা পরিশ্রম করে জন্য ৪০ হাজার টাকা জোগার করেন। সেই সাথে ২০ মন চাল আর ১৫ ধান । কিছু স্বর্ণের গয়না গাটি আর বিয়ের মালামাল ঘরে মজুদ ছিল। বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্নসহ মেয়ের বিয়ের নানা আয়োজন চলছিল মন্ডল বাড়িতে। আসছে ২৬ ফাল্গুন একমাত্র মেয়ের বিয়ে তাই পরিবারটির ঘরে এ উপলক্ষে আনন্দ আর স্বপ্ন বিরাজ করছিল। কিন্তু হঠাত পরিবারটির স্বপ্ন ফিকে হয়ে যায়। সর্বনাশা আগুনে পরিবারটির বসত ঘর আর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এখন আনন্দ থেমে গেছে এ কৃষক পরিবারটির ঘরে। আগুনে পোড়া বুকের ক্ষত নিয়ে কাঁদছে সর্বস্বহারা কৃষক রবিন আর কৃষাণী প্রীতিলতা। প্রতিবেশীরা সহায় সম্বল হারা পরিবারটির কান্নার স্বান্তনা দিয়ে চলেছেন। তবে সর্বহারার এ কান্না কিছুতে যেন থামছে না। কিভাবে হবে মেয়ের বিয়ে কিভাবে হবে বসতির ঘর আর সেই সাধে প্রতিদিনের খাদ্যের সংস্থান !

পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নের নিভৃত পল্লী হারজী নলবুনীয়া গ্রামের কৃষক রবিন মন্ডলের বসতঘর ও মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেলে পরিবারটি সর্বস্বহারা হয়ে পড়েছেন। আজ বুধবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কৃষক রবিনের প্রতিবেশী কৃষক আপন ভাই রমেশ মন্ডলের বসত ঘরও আংিশক পুড়ে যায়। বৈদ্যুতিক ত্রুটিপূর্ণ লাইনের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন।

স্থানীয়দের সূত্রে জানাগেছে , উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের কৃষক রবিন মন্ডল আজ বুধবার সকাল আটটার দিকে স্ত্রীকে নিয়ে প্রতিদিনের মত কৃষি জমিতে কাজে যান। এসময় তার কলেজ পড়–য়া ছেলে বসত ঘর তালাবদ্ধ রেখে কলেজে যায়। সকাল সাড়ে আটটার দিকে বসত ঘরের বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে মুহুর্তে বসতঘরটি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে মাঠ থেকে ছুটে আসেন কৃষক দম্পতি ততক্ষণে পুরো বসতঘর মালামাল ও খাদ্যশস্যসহ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা মিলে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে ব্যর্থহন। এসময় প্রতিবেশী কৃষক ভাই মনিন্দ্র মন্ডলের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়লে আংশিক পুড়ে যায়। আগুনে কৃষক রবিন মন্ডলের বসত ঘর, মেয়ের বিয়ের জন্য ঘরে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা, ২০ মন চাল, ১৫ মন ধান, স্বর্ণলংকারসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়। ফলে পরিবার এখন খোলা আকাশের নিচে বিলাপ করে চলেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিন মন্ডল জানান, আগুনে তিনি সম্পূর্ণ নি:স্ব হয়ে পড়েছেন। আগামী ২৬ ফাল্গুন তার সেবিকা মেয়ে রণিতা মন্ডলের বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। তার পরিবার মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে এমন আগুনে সে এখন সহায় সম্বলহীন হয়ে দিশেহারা।

স্থানীয় স্কুল শিক্ষক আশীষ কুমার হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি হৃদয় বিদারক। আগুনে কৃষক পরিবারটি সহায় সম্বল হারিয়েছেন। সামনে পরিবারটির মেয়ের বিয়ে । এসময় এমন দুর্যোগে গ্রাবাসিও ব্যাথিত। মেয়ের বিয়ের জন্য অন্তত গ্রামবাসি আর আত্মীয় স্বজনদের এ মূহুর্তে পাশে পরিবারটির পাশে দাড়ানো উচিত।

স্থানীয় নারী ইউপি সদস্য কবুতর বেগম বলেন, ওই কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। তার মেয়ের বিয়ে সামনে এমন সময় আগুনে পরিবারটি স্বপ্ন পুড়ে ছাই হল। ফলে পরিবারটি এখন চরম অসহায় হয়ে পড়েছেন।

ছবি > জামান আবীর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...