ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার কৃতি শিক্ষার্থী ইনান হাসনাইন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত

মঠবাড়িয়ার কৃতি শিক্ষার্থী ইনান হাসনাইন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী ইনান হাসনাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন। এছাড়া সে মঠবাড়িয়া উপজেলা পর্যায় শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে।
ইনান হাসনাইন মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসায়ি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও কেএম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষিকা জায়েদা ইসলামের ছোট ছেলে ।
কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেচে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এতে কে.এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইনান হাসনাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন।
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...