ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - আসুন সবাই মিলে শেফাকে বাঁচাই..

আসুন সবাই মিলে শেফাকে বাঁচাই..

আলী রেজা রনজু >

ঝালকাঠির স্কুল ছাত্রী শেফার পা হারানোর খবরটি জানিয়ে সবাইকে ভারাক্রান্ত করতে নিদারুণ কষ্ট হচ্ছে। শেফার পাশে দাড়িয়ে সহযোগিতাই এখন একান্ত প্রয়োজন। তাই প্রথমেই জানাতেই হল ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার শেফার ক্যান্সার আকান্ত একটি পা সংযোগস্থল থেকে কেটে ফেলা হয়েছে।

জাতীয় ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার মজুমদার জানান, গত ২ ফেব্রুয়ারি সকালে শেফার ক্যান্সার আক্রান্ত বা পা সংযোগ স্থল থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে শেফা হাসপাতালে ফলোআপে রয়েছে। আরও কিছু পরীক্ষা নিরিক্ষা শেষে শেফাকে ৬ থেকে ১২ মাসের কেমোথেরাপি দিতে হবে। অন্যান্য সব ধরণের চিকিৎসা চলছে। শেফা জাতীয় ক্যান্সার হাসপাতালের পঞ্চম তলার ১ নং ভাড়া ওয়ার্ডের ২৪ নং বেডে ভর্তি রয়েছে।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের শ্রমজীবী আব্দুল কাদের হাওলাদারের মেয়ে শেফা গত ছ’মাস পূর্বে স্কুল শেষে বাড়ি ফেরার পথে শহরের কলেজ খেয়া ঘাট (সুগন্ধা নদীর ঘাট) থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পায় ।

প্রাথমিক পর্যায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। সম্প্রতি পায়ের সে আঘাত স্থলে তীব্র ব্যাথা ও ফুলা দেখা দিলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করার পর পায়ে ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি জেনে শেফার স্কুলের শিক্ষক ও স্থানীয় কজন সমাজকর্মী এবং বিশেষ করে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সহযোগিতায় শেফাকে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. তৌহিদ হোসেন খান জানান, অপারেশন পর্যান্ত শেফার চিকিৎসা ব্যয় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা বহন করেছে। তাদের আর্থিক সাহায্যে শেফার জন্য ১লাখ ৪ হাজার টাকা সংগ্রহ হয়।

শেফার বাবা আব্দুল কাদের হাওলাদার একজন শ্রমজীবী মানুষ। স্থানীয় কারখানায় শারিরীক শ্রমের কাজ করতে করতে এখন প্রায় অক্ষম হয়ে পড়েছেন তিনি। গ্রামে নিজের জমিতে কাজ করে কোন ভাবে সংসার চালিয়ে আসছেন। তিনি বলেন, শেফার চিকিৎসায় এখন যে অর্থ দরকার হবে তা কোন ভাবেই তার পক্ষে যোগান দেয়া সম্ভব না। স্কুলের দেয়া টাকা থেকে ৮০ হাজার ২ দুইশত টাকা ইতোমধ্যেই খরচ হয়ে গেছে। তার ওপর পঙ্গু হয়ে যাওয়া মেয়েটির ভবিষ্যত নিয়ে গভীর শংকার কথা বলেন বাবা আব্দুল কাদের হাওলাদার।

মেধাবী শিক্ষার্থীর এ দু:সময় পাশে এসে সবার প্রতি যেকোন প্রকার সহযোগিতা কামানা করেছে শেফার পরিবার ও স্কুল কতৃপক্ষ। যেকেউ শেফাকে আর্থিক সহায্য পাঠাতে পারেন। ঠিকানা: সাবিনা আক্তার শেফা, ব্যাংক হিসেব নম্বর: ০৬০৯০৪৫০০০০৪৪০, জনতা ব্যাংক, স্টেশন রোড শাখা, ঝালকাঠি।এছাড়া বিকাশ নম্বর ০১৭৭২ ২০ ৪২ ২৬ (আব্দুল কাদের হাওলাদার)।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...