ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - হরিণপালা ইকোপার্কে যৌতুকবিহীন গণবিয়ে

হরিণপালা ইকোপার্কে যৌতুকবিহীন গণবিয়ে

দেবদাস মজুমদার ও মো. খালিদ আবু >

প্রশস্থ মঞ্চের সম্মূখ জুড়ে বিশাল প্যাণ্ডেল। প্যাণ্ডেলে ৬০০ মেহমানদের হাতে হাতে ফুলের তোড়া। মঞ্চে নেচে গেয়ে আনন্দে মুখরিত করে তুলছে একদল শিশু শিল্পী। আর এ মঞ্চের চারপাশজুড়ে উপবিষ্ট বিয়ের পোশাকে ৬০ জন যুবক যুবতী। নাচগান শেষে আনুষ্ঠানিকভাবে এক মঞ্চে ৬০ বর কনের বিয়ে পড়ালেন বিয়ের কাজি । তখন সেখানে আগত অতিথিদের বিপুল করতালিতে মুখরিত হয়ে উঠেছিল। এরপর ৩০ জোড়া নব দম্পতির হাতে তুলে দেওয়া হয় বিয়ের নানা উপহার সামগ্রী । সেই সাথে ৩০ নবদম্পতির পূনর্বাসন সহায়তা হিসেবে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান করা হয়। এরপর আমন্ত্রিত ৬০০ অতিথির জন্য আয়োজন করা হয় মুখরোচক মধ্যহ্ণ ভোজের।
পিরোজপুরের ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের বলেশ্বর নদী তীরের হরিণপালা ইকোপার্কে আজ বুধবার দিনভর অনুষ্ঠিত হয় ৬০ যুবক যুবতীর যৌতুকবিহীন গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানিবিক উন্নয়ন সংগঠন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ আজ বুধবার পিরোজপুর জেলার ৬০জন দরিদ্র বেকার যুবক যুবতীদের যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে। উপজেলার হরিণপালা ইকোপার্কে বর্ণাঢ্য এ বিয়ের উতসব অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে জানাগেছে, পিরোজপুরের ৩০ জোড়া দরিদ্র যুবক ও যুবতীর এ গণবিয়ে দেওয়া হয় যৌতুকবিহীন। বিয়েতে প্রতি বর ও কনের পরিবারের ১০জন করে মেহমানসহ ৬০০ জন অতিথিতির আমন্ত্রণ জানানো হয়। স্থানীয় হরিণপালা গ্রামের কাজি মাওলানা নজিবউদ্দিন হালিম ৩০ নব দম্পতির শরিয়ত মোতাবেক বিয়ে পড়ান। বিয়েতে ৫০ হাজার টাকা করে কাবিন মূলে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়ে শেষে নব দম্পতির হাতে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী । এছাড়া তাদের পূনর্বাসনের জন্য ভ্যানগাড়ি ও সেলাই মেশিন। দুপরে মেহমানদের মধ্যহ্ন ভোজের আয়েজন করা হয়। খাবারের ম্যেনু হিসেবে শাহী বিরিয়ানী,সালাদ, কোমল পানীয় ও মিষ্টি পরিবেশন করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণবিয়ে অনুষ্ঠানে পিরোজপুর জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, গণবিয়ে বাস্তবায়নকারী সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যানাল এর চেয়ারম্যান মুহাম্মদ হামদাদ, সংস্থার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. গাজী জহিরুল ইসলাম প্রমূখ ।
এছাড়া এ গণবিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম,ভা-ারয়িা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু ও ভা-ারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদারসহ সংস্থার ৩০ সদস্যের বিদেশী প্রতিনিধিদল ও ৩০ নবদম্পতির পরিবারের আত্মীয় স্বজনসহ দেড় সহস্রাধিক জনতা ।
মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে বর ভ্যানচালক মাহবুব বিয়ের প্রতিক্রিয়া জানাতে বলেন, কোনদিন ভাবিনাই গরীবের বিয়া এত ধুমধামে হইব। আমি খুব সুখ পেলাম। যৌতুক ছাড়া বিয়ে করে আরও আনন্দ পেয়েছি।
একই গ্রামের বিয়ের কণে লিজা আক্তারের বাবা মো. হালিম আকন বলেন, যৌতুক ছাড়াই মেয়ের বিয়া দিতে পেরে খুব ভাল লাগছে। অর্থেরে অভাবে মাইয়ার বিয়া দিতে পারছিলাম না। এই বিয়ে দেওনে আমার কোন টাকা পয়সা খরচ লাগে নাই।
এ ৩০ যুবক যুবতীর গণ বিয়ের কাজি মাওলানা নজিব উদ্দিন হালিম বলেন, জীবনে এত একসাথে এত নব দম্পতির বিয়ে আমি আর পড়াইনি। যৌতুক বিহীন এমন বিয়ে পড়াতে পেরে আল্লাহরকাছে শোকরিয়া জানাই।
এ গণ বিয়ের বাস্তবায়নকারী সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মো. গোলাম আজম জানান, ৩০ জোড়া নবদম্পত্রি পূনর্বসানে নানা উদ্যোগ নেওয়া হবে। যাতে তাঁদের জীবন মানের উন্নতি হয়।
এ বিষয়ে গণবিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেন, যৌতুক বিহীন এমন গণ বিয়ে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদি। এর মাধ্যমে যৌতুকের মত সামাজিক ব্যাধি দুরীকরণে সহায়ক হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...