ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - আবদুর রশিদ সূফি সাহেব হুজুরের দাফন আগামীকাল বুধবার

আবদুর রশিদ সূফি সাহেব হুজুরের দাফন আগামীকাল বুধবার

মঠবাড়িয়া প্রতিনিধি >
ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই-ইসলামিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস, উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন এবং ছারছীনার মরহুম পীর সাহেবের খলিফা মাওলানা আবদুর রশিদ সূফি সাহেব হুজুর (৮৪) সোমবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …… রাজেউন)।
তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য ভক্ত মুরিদান রেখে গেছেন।
এদিকে আজ মঙ্গলবার জোহর নামাজ বাদ ছারছীনা দরবার শরীফে মরহুমের প্রথম জানাযা এবং ও আগামীকাল বুধবার সকাল ১১টায় তাঁর নিজ বাড়ি মঠবাড়িয়ার সাপলেজা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে সূফি সাহেব হুজুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার ছাত্র, ভক্ত এবং পীর ভাইদের মধ্যে শোঁকের ছায়া নেমে এসেছে।]

মাওলানা আবদুর রশিদ সূফি সাহেব হুজুর ১৯৪০ সালে মঠবাড়িয়ার সাপলেজায় জন্মগ্রহণ করেন। তিনি ছারছীনা মাদ্রাসায় কামিল পর্যন্ত লেখা পড়া করে সেখানে ১৯৬৫ সালে মুহাদ্দীস হিসেবে যোগদান করেন। তিনি সুদীর্ঘ ৫৬ বছর ছারছীনা শরীফের খেদমত করে মৃত্যু অবধি তিনি ছারিছীনা শরীফের মসজিদের ইমাম ও খতিব হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া তিনি জমিয়তে হিযবুল্লাহর নায়েবে আমীর ছিলেন। দেশ বিদেশে তাঁর অগণিত ছাত্র ও ভক্ত মুরীদান রয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...