ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে এনসিটিএফ এবং শিশু পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলন

পিরোজপুরে এনসিটিএফ এবং শিশু পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলন

 

পিরোজপুর প্রতিনিধি >

‘সব শিশুকে সংগে নিয়ে বদলে দেবো এ পৃথিবী’ এই শ্লোগান নিয়ে ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ) এর কার্যক্রম এবং শিশু পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শিশু একাডেমী মিলনায়াতনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন। এসময় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা জাহান, এনসিটিএফ জেলা শাখার সভাপতি নাভিল খান, বাসস জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামিম ও উন্নয়ন কর্মী সিরাজুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, শিশুর প্রতি সহিংসতায় আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করছে। তারা নির্যাতনের স্বীকার হয়ে ছিটকে পড়ছে সভ্য সমাজ থেকে। এর ফলেই বৃদ্ধি পাচ্ছে কিশোর অপরাধ। তাই শিশুদের পাঠভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বই এর সাথে পরিচিত করা এবং প্রদর্শনীর মাধ্যমে বই ক্রয় করতে উৎসাহিত করতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...