ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতা-কর্মীর জামিন

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতা-কর্মীর জামিন

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। আজ রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন প্রদান করেন।
জামিন প্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আকন, বাবু শরীফ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজান ফরাজী, ধানী সাফা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইকবাল মুন্সী, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, যুবলীগের উপজেলা কমিটির সদস্য ফয়সাল ও ছাত্রলীগ সদস্য মো. বেল্লাল হোসেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বিকেলে আওয়ামীলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিতে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...