ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় দরিদ্র পরিবারে ফলদ গাছের চারা বিতরণ

বামনায় দরিদ্র পরিবারে ফলদ গাছের চারা বিতরণ

বামনা(বরগুনা)প্রতিনিধি >

বরগুনার বামনায় স্বেচ্ছাসেবী পরিবেশ সংগঠন প্রটেক্ট এনভায়রনমেন্ট এডভার্স ক্লাইমেট চেঞ্জ ( পিস) এর উদ্যোগে ও ল-ন প্রবাসি কাউন্সিলর শাহ মনোয়ার হোসেনের সহযোগিতায় দরিদ্র পরিবারের মাঝে ফলদ গাছের বিতরণ করা হয়েছে। বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা আজ শনিবার উপজেলার গুদিঘাটা সার্বজনীন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

স্থানীয় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আ.লেিগর সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, পরিবেশ সংগঠন পিস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও উপকারভোগি উত্তম কুমার বিশ্বাস প্রমূখ।
শেষে উপজেলার গুদিঘাটা গ্রামের ২০০ কৃষক পরিবারে ৮০০ ফলদ গাছের চারা ও টি শার্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য স্চেচ্ছাসেবী পরিবেশ সংগঠন প্রটেক্ট এনভায়রনমেন্ট এডভার্স ক্লাইমেট চেঞ্জ ( পিস) ২০০৮ সাল থেকে উপকূলীয় এলাকায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...