ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শেরে বাংলা পাঠাগারের পরিবেশ সুরক্ষার দাবিতে পাঠাগার আন্দোলনের স্মারকলিপি

মঠবাড়িয়ায় শেরে বাংলা পাঠাগারের পরিবেশ সুরক্ষার দাবিতে পাঠাগার আন্দোলনের স্মারকলিপি

শিক্ষা প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ায় শেরে বাংলা সাধারণ পাঠাগারের পাঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে জানিয়েছে পাঠাগার আন্দোলন নামে একটি ফেসবুক ভিত্তিক সংগঠন। শতাধিক তরুন শিক্ষার্থী আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মজিবুল হক খান মজনু, সদস্য সচিব নূর হোসাইন মোল্লাসহ এপাঠাগার আন্দোলনের পক্ষে রাসেল সবুজ, তৌহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান, আব্দুর রহমান রাব্বি উপস্থিত ছিলেন।14397452_767271226748117_800936292_n
স্মারকলিপি সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের পূর্ব প্রান্তে ১৯৮৪ সালে সরকারি অর্থে মঠবাড়িয়ায় শেরে বাংলা সাধারণ পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কিছু আসবাব পত্র এবং সাড়ে পাঁচ হাজার বই নিয়ে পাঠাগারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পাঠাগার ভবনের একটি কক্ষে পাঠাগারের কার্যক্রম সীমিত করে অবশিষ্ট কক্ষগুলো একটি কিণ্ডারগারেটন বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে কক্ষটি পাঠাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে বই পড়ার ন্যুনতম পরিবেশ নেই। শিক্ষার্থীরা পাঠাগারটি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার দাবী ও বই পাঠের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানায়।14408796_767374626737777_706134792_n

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...