ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে সুনাম’র কমিটি গঠন

কাউখালীতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে সুনাম’র কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরের কাউখালীতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে সংবিধানের আলোকে সকল প্রকার নাগরিক অধিকার প্রাপ্তি, আইনের আশ্রয় লাভ, সম্পত্তি ও সম্ভ্রম এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য ‘সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম)’ কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান সময়ের ক্রান্তিকালে সাম্য ও মৈত্রীর বাহন হিসাবে যুব সমাজকে প্রস্তুত করা, পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়ানো এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে তরুন সমাজকে নিয়ে মানবাধিকার সুরক্ষক দল তৈরী জন্য ‘শারি’ পরিচালিত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরন প্রকল্পের সহায়তায় দেশের ৪টি জেলার ১৬টি উপজেলায় ‘সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম) কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এরই ধারাবহিকতায় পিরোজপুর জেলার ৪টি উপজেলা পিরোজপুর সদর, নাজিরপুর,কাউখালী ও স্বরুপকাঠী উপজেলায় এ কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার নাজিরপুর উপজেলার কমিটি গঠনকরা হয়েছে।
শনিবার সকালে কাউখালী মহিলা পরিষদ কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘শারি’র সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ডি ডি এস ফাউন্ডেশনের আয়োজনে পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে সু-না-ম’র প্রকল্প পরিচালক রঞ্জন বকসী নুপু সু-না-ম’র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় উপস্থিতথেকে বক্তব্য রাখেন, সু-না-মের পরিচালক পলাশ দাস, পিরোজপুর জেলা স্বমন্বয়কারী খালিদ আবু, মহিলা পরিষদ সভাপতি সুনন্দা সমদ্দার, প্রেসকাব সাধারণ সম্পাদক পিযুষ দে, সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, ডিডিএস ফাউন্ডেশনের পরিচালক সুব্রত রায়, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্ত ও শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমূখ।
সভায় তপতি রানী কর্মকারকে সভাপতি প্রশান্ত কুন্ডকে সাধারণ সম্পাদক এবং সেতু গুহকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...